ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২
Logo
logo

নারী ক্রিকেটে ভারতের সোনালি ইতিহাস! উলভার্টের সেঞ্চুরি ম্লান, হারমনপ্রিতদের প্রথম বিশ্বকাপ জয়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৫, ১২:১১ পিএম

নারী ক্রিকেটে ভারতের সোনালি ইতিহাস! উলভার্টের সেঞ্চুরি ম্লান, হারমনপ্রিতদের প্রথম বিশ্বকাপ জয়

সময়টা যেন একেবারেই ভারতের! পুরুষ দলের পর এবার নারীরাও ইতিহাস লিখল সোনার অক্ষরে। রোহিত-কোহলিদের হাত ধরে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও পরের বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর এবার নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হলো হারমনপ্রিত কৌরের দল।

শেফালি ভার্মা ও দীপ্তি শর্মার দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ভারত ৫২ রানে, আর তাতেই ঝলমল করছে নাভি মুম্বাইয়ের আকাশ।

দুই দলের জন্যই ছিল ইতিহাস গড়ার সুযোগ

রবিবারের ফাইনালে ভারত ও দক্ষিণ আফ্রিকা—দু’দলই ছিল ইতিহাসের দোরগোড়ায়। এর আগে কেউই নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতেনি।
ভারত দু’বার রানার্সআপ হলেও, দক্ষিণ আফ্রিকার মেয়েরা এবারই প্রথম ওয়ানডে ফাইনালে উঠেছিল। এর আগেও তারা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেললেও হারের গ্লানি এড়াতে পারেনি। আজও সেই ইতিহাসই যেন পুনরাবৃত্তি হলো।

লরা উলভার্টের দুর্দান্ত সেঞ্চুরিতেও শেষ রক্ষা হয়নি। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় দেরিতে, কিন্তু ভারত আগে ব্যাট করে নির্ধারিত ওভারে তোলে ৭ উইকেটে ২৯৮ রান—যা নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর।

শেফালির অলরাউন্ড ম্যাজিক

বিশ্বকাপের দলে প্রথমে জায়গাই ছিল না শেফালি ভার্মার। তবে প্রতিকা রাওয়ালের ইনজুরিতে সেমিফাইনালে সুযোগ পান, আর ফাইনালে তিনি রূপকথা লিখলেন!
তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৭ রান, এরপর বল হাতে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। ৩১ ম্যাচের ক্যারিয়ারে এর আগে মাত্র ১টি উইকেট পাওয়া শেফালিই এবার ভারতের ‘গেম চেঞ্জার’।

দীপ্তির অনন্য রেকর্ড

অন্য প্রান্তে দীপ্তি শর্মা করলেন আরেক কীর্তি। তিনি নারী বিশ্বকাপ ইতিহাসে প্রথম ক্রিকেটার, যিনি এক আসরে কমপক্ষে ২০০ রান ও ১৫ উইকেট নিয়েছেন।
ফাইনালে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে নেন ৫ উইকেট, এর আগে ব্যাট হাতে করেছিলেন ৫৮ রান। ভারতের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রানও আসে তার ব্যাট থেকে।

স্মৃতি মান্দানার ৪৫ ও রিচা ঘোষের ৩৪ রানের ক্যামিওয় ভারত পায় ২৯৮ রানের বিশাল পুঁজি। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩ উইকেট নেন আয়াবোঙ্গা খাকা।

উলভার্টের সেঞ্চুরি, কিন্তু ফল শূন্য

টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ভালো শুরু করেছিল। কিন্তু তাজমিন ব্রিটস রানআউট হলে ভাঙে তাদের ৫১ রানের উদ্বোধনী জুটি। এরপর আর কেউই উলভার্টকে সাপোর্ট দিতে পারেননি।
উলভার্ট ৯৮ বলে ১১ চার ও ১ ছক্কায় ১০১ রান করেন—নারী ও পুরুষ ওয়ানডে বিশ্বকাপ মিলিয়ে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সেমিফাইনাল ও ফাইনালে সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি।

এর আগে এই কৃতিত্ব ছিল শুধুমাত্র অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালিসা হিলির দখলে ২০২২ আসর তবুও উলভার্টের এই সেঞ্চুরি ম্লান হয়ে যায় ভারতের ঐতিহাসিক জয়ের সামনে।

ইতিহাসের নতুন অধ্যায়

দীপ্তি-শেফালি-হারমনপ্রিতদের এই জয় শুধু ট্রফি নয়—এটি ভারতের নারী ক্রিকেটের নতুন অধ্যায়।
পুরুষদের পর নারীদের বিশ্বকাপ জয় ভারতকে নিয়ে গেল এক অনন্য উচ্চতায়, যা হয়তো বহু প্রজন্ম ধরে স্মরণীয় হয়ে থাকবে।