এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৫, ১২:১১ পিএম

ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর এক অদ্ভুত পোস্টে আলোচনায় গৌতম গম্ভীর। পুরুষ দলের সাবেক ওপেনার ও বর্তমান প্রধান কোচ গম্ভীর প্রশংসায় ভরিয়ে দিলেন নারী ক্রিকেটারদের, তবে তার বাক্যচয়নেই লুকিয়ে ছিল বড় বার্তা—“তোমরা শুধু ইতিহাস তৈরি করোনি, তোমরা গড়ে তুলেছ এমন এক ঐতিহ্য, যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
নারী দলের প্রথম বিশ্বকাপ জয়, গম্ভীরের আবেগঘন বার্তা
দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে ইতিহাস লিখেছে ভারতীয় নারী দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে “উইমেন ইন ব্লু” ৫২ রানে হারিয়েছে প্রথমবারের মতো ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকাকে। নবি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে রোববার (২ নভেম্বর) এই জয়েই ভারতের মেয়েরা নিশ্চিত করেছে তাদের প্রথম-ever বিশ্বকাপ শিরোপা—ওয়ানডে বা টি-টোয়েন্টি মিলিয়েই প্রথমবার।
এই জয় ভারতের মেয়েদের এনে দিয়েছে ১৩তম নারী ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। এর আগে কেবল অস্ট্রেলিয়া (৭ বার), ইংল্যান্ড (৪ বার) ও নিউজিল্যান্ড (১ বার) এই কৃতিত্ব দেখিয়েছে। টুর্নামেন্টের শুরুতে ফেভারিট না হয়েও এমন বিজয়ে রীতিমতো উচ্ছ্বাসে ভাসছে গোটা ভারত।
“তোমরা শুধু ইতিহাস তৈরি করোনি, তোমরা গড়ে তুলেছ এক ঐতিহ্য, যা মেয়েদের প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে!”
সঙ্গে তিনটি ভারতীয় পতাকার ইমোজি ও হ্যাশট্যাগ #LegendsForever জুড়ে দেন তিনি।
পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, কমেন্ট সেকশন ভরে ওঠে অভিনন্দন ও আবেগে। অনেকেই বলেন, গম্ভীরের এ কথার মধ্যেই ফুটে উঠেছে ভারতের নারী দলের আত্মত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি।
দুর্দান্ত ব্যাটিংয়ে ২৯৮ রানের পাহাড়
টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে ভারত। স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা ওপেনিং জুটিতে তুলে ফেলেন ১০০ রান। শেফালি করেন ৭৮ বলে ৮৭ রান, যার মধ্যে ছিল সাতটি চার ও দুটি ছক্কা।
জেমিমাহ রদ্রিগেজ যোগ দেন গুরুত্বপূর্ণ ১৬৬/২ রানের পার্টনারশিপে। এরপর হরমনপ্রীত কৌর (২০), দীপ্তি শর্মা (৫৮) ও রিচা ঘোষ (৩৪) ভারতের সংগ্রহ নিয়ে যান ৫০ ওভারে ২৯৮/৭-এ। দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন আয়াবোঙ্গা খাকা (৩/৫৮)।
শেফালি ঝলক, দীপ্তির ঐতিহাসিক পাঁচ উইকেট
জবাবে দক্ষিণ আফ্রিকা শুরুতে ভালো করলেও দ্রুতই গতি হারায়। তাজমিন ব্রিটসের আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। লরা উলভার্ট দুর্দান্ত ব্যাটিংয়ে ৯৮ বলে ১০১ রান করলেও শেষ পর্যন্ত থামতে হয় দীপ্তি শর্মার হাতে।
দীপ্তির স্পিনে ধসে পড়ে প্রোটিয়া শিবির—তিনি তুলে নেন পাঁচ উইকেট, যা কোনো ভারতীয় নারী ক্রিকেটারের প্রথম বিশ্বকাপ ফাইনাল ফাইভ-ফর। দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ২৪৬ রানে।
শেফালি ভার্মা ম্যাচ সেরার পুরস্কার জেতেন তার ব্যাট ও বলে অসাধারণ অবদানের জন্য।