ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২
Logo
logo

হামাসের কাছ থেকে আরও ৩ জিম্মির লাশ ফেরত! মোট মৃত জিম্মির সংখ্যা বেড়ে ২০, উত্তেজনা আবারও"


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৫, ০১:১১ পিএম

হামাসের কাছ থেকে আরও ৩ জিম্মির লাশ ফেরত! মোট মৃত জিম্মির সংখ্যা বেড়ে ২০, উত্তেজনা আবারও"

ফিলিস্তিনি সশস্ত্র গ্রুপ হামাস ইসরাইলিকে আরও তিন জিম্মির মরদেহ ফেরত দিয়েছে। রোববার (২ নভেম্বর) রাতে এই মরদেহগুলো রেড ক্রসের হাতে তুলে দেয় তারা। এরপর রেড ক্রসের সদস্যরাই সেই লাশ ইসরাইলের কাছে পৌঁছে দেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 'রেড ক্রসের মাধ্যমে ইসরাইল তিন মৃত জিম্মির কফিন গ্রহণ করেছে। সেগুলো গাজায় অবস্থানরত আমাদের প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পরিচয় নিশ্চিত করতে মরদেহগুলো শনাক্তকরণ কেন্দ্রে পাঠানো হবে।'

এদিকে, হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস জানায়, রোববার সকালে দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে তারা এই মরদেহগুলো উদ্ধার করেছে।

জিম্মি লাশ ফেরত দেওয়ার হিসাব

যদি এই তিন জিম্মির পরিচয় শনাক্ত হয়, তাহলে যুদ্ধবিরতির পর হামাস মোট ২০ জন জিম্মির মরদেহ ফেরত দিল। গত মাসে যখন যুদ্ধবিরতি শুরু হয়, তখন হামাসের কাছে ২৮ জিম্মির মরদেহ ছিল বলে জানা যায়।

এখন পর্যন্ত হামাস যে ১৭টি লাশ ফেরত দিয়েছে, তার মধ্যে ১৫ জনই ইসরাইলি নাগরিক। বাকি দুজনের একজন থাইল্যান্ডের নাগরিক এবং অন্যজন নেপালের।

ইসরাইলের অভিযোগ বনাম হামাসের যুক্তি

ইসরাইলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, হামাস ইচ্ছাকৃতভাবেই মরদেহ ফেরত দিতে দেরি করছে। কিন্তু হামাসের বক্তব্য। সশস্ত্র গ্রুপটির দাবি, গাজায় ইসরাইলি হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় মরদেহগুলো উদ্ধার করতে তাদের সময় লাগছে। তাই দ্রুত সবকিছু ফেরত দিতে পারছে না তারা।