ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২
Logo
logo

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫, কোলায়াত মন্দির থেকে ফেরার পথে মর্মান্তিক ঘটনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৫, ০১:১১ পিএম

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫, কোলায়াত মন্দির থেকে ফেরার পথে মর্মান্তিক ঘটনা

ভারতের রাজস্থানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন।

গত রবিবার  ভোরের দিকে রাজ্যের ফালৌদি জেলার মতোদা গ্রামের কাছে ভারত মালা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবরটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

রাজ্য পুলিশ জানিয়েছে, রাজস্থানের ভারত মালা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় এই হতাহতের ঘটনা ঘটেছে। হতাহত হওয়া সব যাত্রীই যোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা ছিলেন। তারা বিকানার এলাকার বিখ্যাত কোলায়াত মন্দিরে পূজা শেষে নিজেদের গন্তব্যে ফিরছিলেন।

পুলিশ আরও জানায়, দ্রুত গতিতে আসা যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে সজোরে আঘাত করে। এর ফলে বাসের ভেতরে থাকা অধিকাংশ যাত্রী ঘটনাস্থলেই  মারা যান।

শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) তিনি লেখেন, "ফালৌদির মতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় এতগুলি মূল্যবান প্রাণহানির ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত এবং সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সৃষ্টিকর্তা নিহতদের আত্মার শান্তি দিন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন।"

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলটও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, "ফালৌদির মতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানির ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।"

 রাজস্থানে সড়ক দুর্ঘটনার পুনরাবৃত্তি
উল্লেখ্য, গত মাসেও রাজস্থানের জয়সালমেরে একটি স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় অন্তত ২৬ জন পুড়ে মারা যান। সে সময় বাসের এয়ার কন্ডিশনারের শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা গিয়েছিল। সেই বাসটিতে জরুরি নির্গমনের  কোনো পথ ছিল না।