ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২
Logo
logo

নারী বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলকে বিসিসিআইয়ের অবিশ্বাস্য পুরস্কার — ৭১ কোটি টাকা!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৫, ০৯:১১ পিএম

নারী বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলকে বিসিসিআইয়ের অবিশ্বাস্য পুরস্কার — ৭১ কোটি টাকা!

ভারতের নারী ক্রিকেট দল ইতিহাস গড়েছে! প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ট্রফি জিতে নিয়েছে স্মৃতি মান্ধানা ও তাঁর দল। এই ঐতিহাসিক জয়ের পর আনন্দে ভাসছে গোটা ভারত, আর সেই আনন্দে আরও বড় মাত্রা যোগ করেছে বিসিসিআইয়ের বিশাল পুরস্কার ঘোষণা।

রবিবার মুম্বাইয়ে আগে ব্যাট করে ভারত তোলে ২৯৮ রান। জিততে হলে রেকর্ড গড়তে হতো দক্ষিণ আফ্রিকাকে, কারণ নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এর আগে সর্বোচ্চ ১৬৭ রান তাড়া করে জেতার নজিরই ছিল। অধিনায়ক লরা ওলভার্টের সেঞ্চুরির পরও শেষ পর্যন্ত ২৪৬ রানে থেমে যায় প্রোটিয়ারা। ফলে প্রথমবারের মতো বিশ্বজয়ের স্বাদ পায় ভারতীয় নারী দল।

এই মহা জয়ের পর বিসিসিআই ঘোষণা করেছে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার— ৫১ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭১ কোটি টাকা। এই অর্থ খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

তবে এখানেই শেষ নয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেও বড় অঙ্কের পুরস্কার পাচ্ছে ভারত নারী দল। বিশ্বকাপ জেতার জন্য আইসিসির পক্ষ থেকে হারমনপ্রীত কৌরদের দেওয়া হবে প্রায় ৫৫ কোটি টাকার সমমূল্যের অর্থ।

বিসিসিআই মনে করছে, এই অর্জন ভারতের নারী ক্রিকেটের ভবিষ্যৎ বদলে দেবে। ভারতের সংবাদমাধ্যম এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, “এই জয় শুধু এক ম্যাচের জয় নয়, এটি এমন এক মুহূর্ত যা ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ বদলে দেবে।”

তিনি আরও বলেন, “এই সাফল্য পরবর্তী প্রজন্মের নারী ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাবে। এটি ভারতের নারী ক্রিকেটের ইতিহাসে এক বিশাল মাইলফলক।”