ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২
Logo
logo

হরমনপ্রীত কউরের আবেগে জয় শাহ হতভম্ব, ট্রফি মঞ্চের সেই ভিডিও ভাইরাল দেশে”


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৫, ০৯:১১ পিএম

হরমনপ্রীত কউরের আবেগে জয় শাহ হতভম্ব, ট্রফি মঞ্চের সেই ভিডিও ভাইরাল দেশে”

নভেম্বরের ২ তারিখ, নবি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়াম যেন ইতিহাসের সাক্ষী। ভারতের নারী দল প্রথমবারের মতো জিতল আইসিসি মহিলা বিশ্বকাপ, আর সেই জয়ের মুহূর্তে যা ঘটল, তা গলে দিল কোটি কোটি ভারতীয়র হৃদয়। অধিনায়ক হরমনপ্রীত কউরের আবেগঘন এক দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ার নতুন ভাইরাল সংবেদন।

ট্রফি মঞ্চে হরমনপ্রীতের আবেগে ভাসলেন জয় শাহ

আইসিসি চেয়ারম্যান জয় শাহের হাত থেকে ট্রফি নিতে গিয়েই ঘটল সেই হৃদয় ছোঁয়া ঘটনা। পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে, গভীর শ্রদ্ধায় হরমনপ্রীত হঠাৎ ঝুঁকে পড়েন জয় শাহের পায়ে হাত দিতে। কিন্তু জয় শাহ তৎক্ষণাৎ থামিয়ে দেন তাঁকে, উল্টো হাসিমুখে সম্মান জানিয়ে বলেন—তিনি আসল চ্যাম্পিয়ন। এই মুহূর্তটাই ক্যামেরাবন্দি হয়ে ঝড় তুলেছে ইন্টারনেটে।

একজন এক্স (টুইটার) ব্যবহারকারী লিখেছেন, “এটাই তো ভারতের আসল সংস্কার। হরমনপ্রীত পা ছুঁতে চাইলেন, কিন্তু জয় শাহ নিজেই নত হলেন—কারণ তিনি ‘নারী শক্তি’।”

আরেকজন মন্তব্য করেছেন, “ট্রফি তুলে দিলেন, ছবি তোলার পরই মঞ্চ ছেড়ে গেলেন। কী দারুণ সম্মান!”

হরমনপ্রীতের আবেগঘন ভাষণে কেঁদে ফেললেন দর্শকরা

জয়ের পর আবেগে ভেসে যান হরমনপ্রীত কউর। দর্শকভর্তি স্টেডিয়ামে দাঁড়িয়ে তিনি কৃতজ্ঞতা জানান সমর্থকদের প্রতি—
“এই জয় শুধু আমাদের নয়, আপনাদেরও। প্রতিটি চিৎকার, প্রতিটি পতাকা আমাদের সাহস দিয়েছে কঠিন মুহূর্তে।”

তিনি সতীর্থদের, বোর্ডের কর্মকর্তা, নির্বাচক ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানিয়ে বলেন—“এটা কেবল শুরু, ভারতীয় নারী ক্রিকেটের সোনালি অধ্যায় এখনই শুরু হলো।”

মিতালি রাজের প্রশংসা: ‘জয় শাহ বদলে দিয়েছেন ভারতীয় নারী ক্রিকেট’

ভারতের ঐতিহাসিক জয়ের পর সাবেক অধিনায়ক মিতালি রাজও উচ্ছ্বাস লুকাতে পারেননি। এক্স-এ দেওয়া পোস্টে তিনি লিখেছেন—
“স্বপ্নকে যদি ডানা দেওয়া যায়, তবে তা সত্যি হয়—এই জয় তার প্রমাণ। গত চার বছরের পরিকল্পনা ও বিশ্বাসই এই সাফল্যের মূল।”

তিনি আরও বলেন, “যখন জয় শাহ বোর্ডের সচিব ছিলেন, তখনই সমান ম্যাচ ফি, উইমেন্স প্রিমিয়ার লিগ, শক্তিশালী ঘরোয়া কাঠামো—সবকিছু বদলে দিয়েছিল নারী ক্রিকেটের গতিপথ।”

মিতালি জানিয়েছেন, “এবার আইসিসি-ও নারী ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। পুরস্কারের অর্থ বেড়ে ১৩.৮৮ মিলিয়ন ডলারে দাঁড়ানো তারই প্রমাণ।”

তার ভাষায়, “যে মেয়েরা একদিন ভারতের জার্সি পরার স্বপ্ন দেখে, তাদের জন্য এটাই প্রমাণ—যখন সমর্থন মেলে, তখন স্বপ্ন সত্যি হয়।”

একই দিনে আরেক ভাইরাল মুহূর্ত: রোহিত শর্মা ও নীতা আম্বানির ফোন কাণ্ড

এই মহাযজ্ঞেই আরেক মজার ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে—যেখানে দেখা যায়, রোহিত শর্মা নাকি নীতা আম্বানির ফোনে উঁকি মারছেন! মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে হাসির খোরাক হয় নেটদুনিয়ায়।