ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২
Logo
logo

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের টিম ডিরেক্টর হচ্ছেন রাজ্জাক! সুজনের জায়গায়?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৫, ০২:১১ পিএম

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের টিম ডিরেক্টর হচ্ছেন রাজ্জাক! সুজনের জায়গায়?

বাংলাদেশের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক আগে ছিলেন জাতীয় দলের নির্বাচক। পরে নির্বাচকের চাকরি ছেড়ে বিসিবির পরিচালক হয়েছেন। এখন নারী বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

এবার আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের ‘টিম ডিরেক্টর’ হিসেবে কাজ করবেন রাজ্জাক।
জাতীয় দলের ভালো-মন্দ দেখভাল করে ক্রিকেট অপারেশন্স কমিটি।

আন্তর্জাতিক ক্রিকেট না খেলায় আধুনিক ক্রিকেটের সঙ্গে মেলাতে পারছেন না নাজমুল আবেদিন ফাহিম – এমন অভিযোগ উঠেছে। তাই আমিনুল ইসলাম বুলবুল, রাজ্জাক, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলটকে নিয়ে ছায়া কমিটি গঠনের কথা ভাবছে বিসিবি।

গণমাধ্যমে গুঞ্জন থাকলেও এখনো এমন কমিটি হয়নি। তবে আয়ারল্যান্ড সিরিজে নতুন টিম ডিরেক্টর নিয়োগ দিয়েছে বোর্ড।
নাজমুল হাসান পাপনের বোর্ডে টিম ডিরেক্টর ছিলেন খালেদ মাহমুদ সুজন। দ্বিপাক্ষিক সিরিজ থেকে বিশ্বকাপ – সবখানেই। কিন্তু তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, কোচের সঙ্গে দূরত্বও স্পষ্ট।
রাজ্জাকের ভূমিকা কেমন হবে? নিজেই বলেছেন, ‘আমি চেষ্টা করব এমন থাকার যে ইনপুট দিবই – এমন না। তারা প্রয়োজন মনে করলে ইনপুট দেব।
যদি তারা মনে করে আমার ইনপুট ছাড়াই ভালো চলবে, অথবা আমি কোনো সমস্যা দেখলে – তাহলে আলোচনা করব।’