ঢাকা, বুধবার, নভেম্বর ৫, ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২
Logo
logo

নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে চমক! কুওমোকে সমর্থন ট্রাম্পের, এগিয়ে মুসলিম প্রার্থী মামদানি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৫, ০৩:১১ পিএম

নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে চমক! কুওমোকে সমর্থন ট্রাম্পের, এগিয়ে মুসলিম প্রার্থী মামদানি

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মেয়র নির্বাচন। ইতিমধ্যেই শুরু হয়েছে আগাম ভোটগ্রহণ। বিভিন্ন জনমত জরিপে এখন পর্যন্ত এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। এই পরিস্থিতিতে পাল্টা কৌশল হিসেবে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 ট্রাম্পের অপ্রত্যাশিত সমর্থন

সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন,
“আপনি অ্যান্ড্রু কুওমোকে পছন্দ করুন বা না করুন, এখন তার বাইরে কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই তাকে ভোট দিতে হবে। তিনি কাজটা দারুণভাবে করতে পারবেন — মামদানি পারবেন না!”

ট্রাম্পের এই পোস্টকে ঘিরে নিউ ইয়র্কের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। কারণ, তিনি রিপাবলিকান হওয়া সত্ত্বেও নিজের দলের প্রার্থী কার্টিস স্লিওয়াকে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী কুওমোকেই সমর্থন জানিয়েছেন।

 ট্রাম্পের হুঁশিয়ারি: মামদানি জিতলে ফেডারেল অর্থ আসবে না

এর আগে রবিবার (২ নভেম্বর) এক সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি মামদানি মেয়র নির্বাচিত হন, তবে নিউ ইয়র্কে ফেডারেল তহবিল পাঠানো কঠিন হবে।
সিবিএস নিউজকে তিনি বলেন, “যদি নিউ ইয়র্কে একজন কমিউনিস্ট মেয়র হয়, তাহলে সেখানে অর্থ পাঠানো মানে সেই অর্থ নষ্ট করা। আমি প্রেসিডেন্ট হিসেবে সেটা সহজে করব না।”

বর্তমানে নিউ ইয়র্ক সিটি বছরে প্রায় ৭.৪ বিলিয়ন ডলার ফেডারেল তহবিল পায়, যা শহরের মোট ব্যয়ের প্রায় ৬.৪ শতাংশ। মামদানি জিতলে এই তহবিল নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 কে এই জোহরান মামদানি?

উগান্ডায় জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত মুসলিম এই রাজনীতিক ডেমোক্র্যাটিক পার্টির নতুন মুখ। মাত্র কয়েক মাস আগেই ২৪ জুনের প্রাইমারিতে অবিশ্বাস্য জয় পেয়ে রাজনৈতিক বিশ্লেষকদের তাক লাগিয়ে দেন তিনি।

মামদানি তাঁর প্রচারণায় নিউ ইয়র্কবাসীর কাছে তিনটি মূল প্রতিশ্রুতি দিয়েছেন — সস্তা খাদ্য, সাশ্রয়ী বাসস্থান ও পোশাকের নিশ্চয়তা।
তিনি কুওমোর মতো “পুরনো রাজনীতিবিদদের” বিরুদ্ধে জনগণকে একত্রিত করতে সক্ষম হয়েছেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

 প্রতিদ্বন্দ্বীদের অবস্থা

জরিপে দেখা গেছে, মামদানি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কুওমোর চেয়ে অনেকটাই এগিয়ে আছেন। উল্লেখ্য, কুওমো যৌন হয়রানির অভিযোগে ২০২১ সালে গভর্নর পদ থেকে পদত্যাগ করেছিলেন। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানির কাছে হেরে যাওয়ার পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া বর্তমানে অনেক পিছিয়ে আছেন।

ওবামার ফোনে উৎসাহ

নির্বাচনের আগে মামদানির প্রতি সমর্থন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। গত শনিবার তিনি মামদানিকে ফোন করে জয়ের পর পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন। মামদানির মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউ ইয়র্কের এই নির্বাচনে একদিকে ট্রাম্পের অপ্রত্যাশিত পদক্ষেপ, অন্যদিকে মুসলিম প্রার্থী মামদানির উত্থান — সব মিলিয়ে এবারের মেয়র নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে।