ঢাকা, বুধবার, নভেম্বর ৫, ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২
Logo
logo

ফিলিস্তিনি বন্দী নির্যাতনের ভিডিও ভাইরাল, ইসরায়েলি সেনার সাবেক প্রসিকিউটর ইয়াফাত তোমের গ্রেপ্তার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

ফিলিস্তিনি বন্দী নির্যাতনের ভিডিও ভাইরাল, ইসরায়েলি সেনার সাবেক প্রসিকিউটর ইয়াফাত তোমের গ্রেপ্তার

ইসরায়েলে ফিলিস্তিনি বন্দীর ওপর সেনাদের নির্যাতনের একটি ভিডিও ফাঁস হওয়ার পর তীব্র আলোড়ন তৈরি হয়েছে। এর জের ধরে দেশটির সেনাবাহিনীর সাবেক এক উচ্চপদস্থ প্রসিকিউটর ইয়াফাত তোমের-ইয়েরুশালমিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ।

জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী নিশ্চিত করেছেন যে, মেজর জেনারেল পদমর্যাদার ওই সাবেক কর্মকর্তাকে সোমবার (৩ নভেম্বর) রাতে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিওটি ফাঁস হওয়ার পর তিনি নিজের পদ থেকে পদত্যাগ করেন এবং এরপর থেকেই নিখোঁজ ছিলেন।

 কী দেখা গেছে ফাঁস হওয়া ভিডিওতে

ওই ভিডিওতে দেখা যায়, এক ফিলিস্তিনি বন্দীকে আলাদা করে নিয়ে গিয়ে ইসরায়েলি সৈন্যরা ঘিরে রেখেছেন। তাদের সঙ্গে একটি কুকুরও ছিল। সৈন্যরা দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম ব্যবহার করে নিজেদের কার্যকলাপ আড়াল করার চেষ্টা করেন, যাতে বাইরের কেউ সঠিকভাবে কিছু দেখতে না পারে।

এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই ইসরায়েলজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়।
 নেতানিয়াহুর প্রতিক্রিয়া: ‘রাষ্ট্রের ভাবমূর্তিতে বড় আঘাত’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাটিকে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ‘জনসংযোগের ওপর সবচেয়ে তীব্র আক্রমণ’ বলে মন্তব্য করেছেন।
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল-জাজিরার সাংবাদিক নউর ওদেহ জানিয়েছেন, এই ঘটনায় ইসরায়েলে “রাজনৈতিক ও আইনি ঝড়” বয়ে গেছে।

তবে তার মতে, এই সাবেক প্রসিকিউটরের গ্রেপ্তার নিয়ে বাড়তি আলোচনার ফলে প্রকৃত ঘটনা — অর্থাৎ বন্দীদের ওপর নির্যাতনের বিষয়টি — আড়াল হয়ে যাচ্ছে।

 জাতিসংঘের উদ্বেগ

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের কারাগারে অন্তত ৭৫ জন ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, এদের অনেকের মৃত্যু হয়েছে নির্যাতন, অবহেলা বা পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার কারণে।

ইসরায়েলে ফাঁস হওয়া এই ভিডিও ও সাবেক প্রসিকিউটরের গ্রেপ্তার দেশটির সামরিক বাহিনী ও বিচার বিভাগের ওপর নতুন করে প্রশ্ন তুলেছে। আন্তর্জাতিক মহলও এখন ঘনিষ্ঠভাবে নজর রাখছে এই ঘটনার পরবর্তী পদক্ষেপে।