ঢাকা, বুধবার, নভেম্বর ৫, ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২
Logo
logo

মেক্সিকোয় রক্তারক্তি! মাদক কার্টেলের সাথে সংঘর্ষে নিহত ১৩, উদ্ধার ৯ জিম্মি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

মেক্সিকোয় রক্তারক্তি! মাদক কার্টেলের সাথে সংঘর্ষে নিহত ১৩, উদ্ধার ৯ জিম্মি

মেক্সিকোর উত্তপ্ত সিনালোয়া রাজ্যে নিরাপত্তা বাহিনীর সাথে মাদক চোরাকারবারিদের ভয়াবহ বন্দুকযুদ্ধে প্রাণ গেছে ১৩ সশস্ত্র হামলাকারীর। প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী এই অঞ্চলের একটি গ্রামীণ এলাকায় সোমবার (৩রা নভেম্বর) দুপুরে এই রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে।

মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী ওমার গারসিয়া হারফুচ সংবাদমাধ্যমকে জানান, ঘটনাটি শুরু হয় যখন একদল সশস্ত্র লোক স্থানীয় কর্তৃপক্ষের ওপর হামলা চালায়। এর জবাবে নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযান চালালে দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়। এই অভিযানের একটি বড় সাফল্য হলো, নিরাপত্তাবাহিনী ৯ জন অপহৃত ব্যক্তিকে মুক্ত করতে সক্ষম হয়। এছাড়াও সংঘর্ষের সময় ৪ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সিনালোয়া রাজ্য বহু বছর ধরে কুখ্যাত ‘সিনালোয়া কার্টেল’-এর ঘাঁটি হিসেবে পরিচিত। এই অপরাধী চক্রটি মাদক পাচার নিয়ে সারা বিশ্বে কুখ্যাত। মেক্সিকো সরকার এই অঞ্চলটিকে কার্টেলের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে জোরদার অভিযান চালাচ্ছে, যার ফলস্বরূপ এ ধরনের প্রাণঘাতী সংঘর্ষ এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রগুলো থেকে জানা গেছে, শুধু সরকারের সাথেই নয়, সিনালোয়া কার্টেলের ভেতরের বিভিন্ন উপদলগুলোর মধ্যেও এলাকা নিয়ে ক্ষমতার দ্বন্দ্ব চলছে। এই অভ্যন্তরীণ কোন্দল পুরো অঞ্চলের পরিস্থিতিকে আরও বেশি অস্থির ও বিপজ্জনক করে তুলেছে।

প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রও মাদকবিরোধী এই লড়াইয়ে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালাচ্ছে। মার্কিন কর্তৃপক্ষের দাবি, এ পর্যন্ত তাদের অভিযানে কমপক্ষে ১৫টি সন্দেহভাজন মাদকবাহী নৌযান ধ্বংস করা হয়েছে এবং ৬৪ জন নিহত হয়েছেন।

মেক্সিকোর মাদক যুদ্ধ দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে, আর এই সংঘর্ষ তারই এক মর্মান্তিক চিত্র তুলে ধরে।