এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

পেরুর সাবেক প্রধানমন্ত্রী বেটসি চাভেজকে আশ্রয় দেওয়ার কারণে দক্ষিণ আমেরিকার দেশ পেরু উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করেছে। ২০২২ সালের অভ্যুত্থানচেষ্টার পর এই ঘটনা দুই দেশের মধ্যে নতুন ঝড় তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) আল জাজিরা এই খবর প্রকাশ করেছে। সোমবার পেরুর পররাষ্ট্রমন্ত্রী হুগো দে জেল্লা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ আমরা বিস্ময় আর দুঃখ নিয়ে জেনেছি যে, সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর কথিত ষড়যন্ত্রকারী বেটসি চাভেজকে লিমায় মেক্সিকো দূতাবাসের বাসভবনে আশ্রয় দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, ‘এই অবন্ধুত্বপূর্ণ কাজের জন্য এবং মেক্সিকোর বর্তমান-সাবেক প্রেসিডেন্টদের আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বারবার হাত দেওয়ার কারণে, পেরু সরকার আজ মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।’ মেক্সিকোর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।
চাভেজের আইনজীবী রাউল নোব্লেসিলা স্থানীয় রেডিও আরপিপিকে বলেন, কয়েক দিন ধরে তিনি তার মক্কেলের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না এবং জানেন না চাভেজ আশ্রয় চেয়েছেন কি না। চাভেজ ২০২২ সালের নভেম্বরে পেদ্রো কাস্তিলোর সরকারে সংস্কৃতি মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন।
তখন প্রেসিডেন্ট ও কংগ্রেসের মধ্যে তীব্র ঝগড়া চলছিল।
গ্রামের স্কুলশিক্ষক ও ট্রেড ইউনিয়ন নেতা হিসেবে পরিচিত ‘পেরুর প্রথম গরিব প্রেসিডেন্ট’ কাস্তিলো পরের মাসেই কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টা করেন। এরপর তাকে অভিশংসিত করা হয়। অভিশংসনের পর কাস্তিলো মেক্সিকো দূতাবাসে আশ্রয় নিতে যাচ্ছিলেন, কিন্তু পথেই গ্রেপ্তার হন। বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে।
চাভেজের বিরুদ্ধেও একই ধরনের মামলা হয়। এরপর থেকে লিমা ও মেক্সিকোর সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে। ২০২২ সালের ডিসেম্বরে মেক্সিকো কাস্তিলোর স্ত্রী ও সন্তানদের আশ্রয় দিলে পেরু মেক্সিকোর রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল।