এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৫, ০৮:১১ পিএম

উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান এবং কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম আর নেই।
৯৭ বছর বয়সে ক্যানসার জটিলতায় একাধিক অঙ্গ বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সোমবার (৩ নভেম্বর) তার মৃত্যু হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ; খবর দিয়েছে আল জাজিরা।
“দলের উন্নয়নে অসাধারণ ভূমিকা রেখেছেন”
কেসিএনএর প্রতিবেদনে বলা হয়,
“পুরোনো প্রজন্মের বিপ্লবী কমরেড কিম ইয়ং নাম, যিনি আমাদের দল ও দেশের উন্নয়নের ইতিহাসে অসাধারণ কৃতিত্ব রেখে গেছেন, ৯৭ বছর বয়সে তার মহৎ জীবন শেষ করেছেন।”
কিম জং উনের শ্রদ্ধা ও শেষকৃত্যের ঘোষণা
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মঙ্গলবার সকালে কিম ইয়ং নামের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৬ নভেম্বর)।
দীর্ঘ রাজনৈতিক জীবন ও শিক্ষা
কিম ইয়ং নাম ছিলেন উত্তর কোরিয়ার অন্যতম প্রবীণ রাজনীতিক।
১৯৯৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি দেশের সংসদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি পড়াশোনা করেন পিয়ংইয়ং বিশ্ববিদ্যালয় এবং মস্কো স্টেট ইউনিভার্সিটিতে।
২০১৯ সালে বয়সজনিত কারণে অবসর নেওয়ার পর, তার স্থলাভিষিক্ত হন চো রিয়ং হে।
৯৭ বছর বয়সে কিম ইয়ং নামের মৃত্যু উত্তর কোরিয়ার রাজনীতিতে এক যুগের অবসান ঘটিয়েছে,
যে যুগে তিনি ছিলেন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও কিম পরিবারের আস্থার প্রতীক।