ঢাকা, বুধবার, নভেম্বর ৫, ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২
Logo
logo

ট্রফি না ফেরানোর ঝামেলায় মোহসিন নাকভি! জয় শাহের ভয়েই নাকি লুকিয়ে পড়লেন পাকিস্তানে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৫, ০৮:১১ পিএম

ট্রফি না ফেরানোর ঝামেলায় মোহসিন নাকভি! জয় শাহের ভয়েই নাকি লুকিয়ে পড়লেন পাকিস্তানে

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবিস চেয়ারম্যান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এএইসি প্রধান মোহসিন নাকভি এবার হয়তো দুবাইয়ে অনুষ্ঠিতব্য আইসিসি এক্সিকিউটিভ বোর্ডের বৈঠক এড়িয়ে যাবেন।

পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া কাপ ট্রফি বিতর্কে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্ভাব্য মুখোমুখি সংঘাত এড়াতেই নাকভি এই পদক্ষেপ নিতে যাচ্ছেন।

এশিয়া কাপ ট্রফি বিতর্কে নতুন অধ্যায়

এশিয়া কাপ ফাইনালে জয়ের পর ভারতীয় দল মোহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। বিস্ময়ের বিষয়, নাকভি অন্য কাউকেও ট্রফি প্রদান করতে দায়িত্ব দেননি। বরং, তিনি ট্রফি নিয়ে মাঠ ছাড়েন, এবং সেটি এরপর থেকে দুবাইয়ের এএইসি সদর দফতরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

বিসিসিআই একাধিকবার ট্রফি হস্তান্তরের অনুরোধ জানালেও নাকভি নাকি বারবার তা প্রত্যাখ্যান করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ভারতকেই তার হাত থেকেই ট্রফি নিতে হবে।

পরে নাকভি প্রস্তাব দেন, দুবাইয়ে একটি বিশেষ ট্রফি হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হোক। কিন্তু বিসিসিআই তা সরাসরি প্রত্যাখ্যান করে জানায়, বিষয়টি তারা আইসিসি সভায় তুলবে।

আইসিসি বৈঠকে অনুপস্থিত থাকবেন নাকভি

চারদিনব্যাপী আইসিসি বৈঠক শুরু হয়েছে মঙ্গলবার থেকে, যেখানে ভারত ও পাকিস্তানের বোর্ডের মধ্যে উত্তপ্ত আলোচনা হওয়ার সম্ভাবনা ছিল। তবে এখন জানা যাচ্ছে, নাকভি দেশের রাজনৈতিক ব্যস্ততার অজুহাত দেখিয়ে বৈঠকে যোগ দিচ্ছেন না।

তার পরিবর্তে পিসিবির চিফ অপারেটিং অফিসার সুমাইর সৈয়দ ৭ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত সভায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন। প্রয়োজনে নাকভি অনলাইনে অংশ নিতে পারেন। উল্লেখ্য, জয় শাহ আইসিসি-র চেয়ারম্যান হওয়ার পর থেকে নাকভি একবারও কোনো বৈঠকে সরাসরি যোগ দেননি।

ভারতের শিরোপা জয়ের পেছনের গল্প

গত ২৮ সেপ্টেম্বর, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপ ২০২৫ শিরোপা জেতে ভারত।
১৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ১৯.৪ ওভারে জয় পায়। তিলক বর্মা ৫৩ বলে অপরাজিত ৬৮ রান করেন, আর শিবম দুবে যোগ করেন ২২ বলে ৩৩ রান।

বল হাতে কুলদীপ যাদব ৩০ রানে ৪ উইকেট, আর বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল প্রত্যেকে দুইটি করে উইকেট নেন।

বিজয়ী দল ভারত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ১.৩৩ কোটি টাকা) পুরস্কার পায়, আর রানার্সআপ পাকিস্তান পায় ৭৫ হাজার ডলার (প্রায় ৬৬.৫ লাখ টাকা)।
এছাড়া, বিসিসিআই খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য ঘোষণা করে ২১ কোটি টাকার বিশেষ বোনাস।

বিসিসিআইয়ের কড়া সতর্কবার্তা

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সোমবার নাকভিকে সরাসরি সতর্ক করে বলেন, তারা দশ দিন আগে ট্রফি ফেরত দেওয়ার অনুরোধ জানালেও এখনো কোনো সাড়া পাননি।

তিনি বলেন, “আমরা ১০ দিন আগে এএইসি চেয়ারম্যানকে লিখিতভাবে অনুরোধ জানিয়েছি, যেন তিনি ট্রফিটি আমাদের হাতে তুলে দেন। কিন্তু আজও পাইনি। আমরা আরও একদিন অপেক্ষা করব।”

তিনি আরও যোগ করেন, “যদি ৩ নভেম্বরের মধ্যে ট্রফি না পাই, তবে আইসিসি সদর দফতরে বৈঠকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি উত্থাপন করব। আমি নিশ্চিত, আইসিসি ন্যায়বিচার করবে এবং ভারত দ্রুত ট্রফি ফিরে পাবে।”