এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৫, ০৯:১১ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। হাসপাতালে ভর্তি হওয়ার পর পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে, একপর্যায়ে স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টিকে তিনি বলেছিলেন, “আমাকে ক্ষমা করে দিও।”
মঙ্গলবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্টে সেই ভয়াবহ রাতের স্মৃতি তুলে ধরেন মাহমুদউল্লাহর স্ত্রী মিষ্টি। তিনি লিখেছেন,
“এই দরজার সামনে আল্লাহ আর কখনো দাঁড় করাবেন না। এটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ংকর সময় — ২৭ অক্টোবর ২০২৫। এই দরজার ভেতরে ঢোকার আগে সে (মাহমুদউল্লাহ) যখন বলল, আমি যেন তাকে ক্ষমা করে দিই, তখনও নিজেকে সামলে রাখলাম, ভান করলাম যেন কিছু হয়নি। ভাবলাম, ইনশাআল্লাহ কিছুই হবে না।”
মিষ্টি জানান, সে সময় নিজেকে শক্ত রাখাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। “আমি তখন ভীষণ ভয় পেয়েছিলাম, কিন্তু নিজেকে শক্ত করে রাখার চেষ্টা করেছি। এখন ভাবলে অবাক লাগে, আমি কীভাবে এতটা স্থির ছিলাম! বিশ্বাস ছিল — আল্লাহ আমাকে সবরের পরীক্ষা নিচ্ছেন, আর আমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হবই ইনশাআল্লাহ।”
তিনি আরও লিখেছেন,
“যতক্ষণ তার পাশে ছিলাম, ততক্ষণ ভয় কাজ করছিল। মনে হচ্ছিল, তার হায়াত কতটুকু সেটা একমাত্র আল্লাহই জানেন। তবে সেই ভয় আর দোয়ার মাঝেই সময়টা কেটে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান, পরম দয়ালু। তাঁর রহমতের জন্যই আজ সব ঠিক আছে।”
বর্তমানে মাহমুদউল্লাহ রিয়াদ সম্পূর্ণ শঙ্কামুক্ত। তবে স্ত্রী মিষ্টির কাছে সেই রাতের স্মৃতি এখনো তাজা। তিনি বলেন,
“মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা কখনো ভোলা যায় না। সেই সময়ের ভয়, উদ্বেগ, আর আল্লাহর উপর ভরসার অনুভূতিটা এখনো মনে পড়ে। হয়তো এই ট্রমা কাটাতে সময় লাগবে।”
এই পোস্ট প্রকাশের পর সামাজিক মাধ্যমে ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে দোয়া ও ভালোবাসার বার্তা পাচ্ছেন মাহমুদউল্লাহ ও তার পরিবার।