এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৫, ০৯:১১ পিএম

ভারতের রাইজিং এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ পেলেন বিস্ময়-বালক বৈভব সূর্যবংশী। জিতেশ শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের যে দল ঘোষণা করেছে, তাতেই জায়গা করে নিয়েছেন ১৪ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার। ক'দিন আগেই বিহারের হয়ে রঞ্জি ট্রফির দলেও সুযোগ পেয়েছিল সে। এবার জাতীয় দলের হয়ে আরও একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের দলে বিহারের এই ১৪ বছর বয়সী ক্রিকেটার!
উল্কার গতিতে উত্থান: আইপিএলে সেঞ্চুরি, দ্রুততম যুব শতরান
ভারতীয় ক্রিকেটে গত এক বছরে উল্কার গতিতে উত্থান হয়েছে বৈভবের।
গত আইপিএলে সে রাজস্থান রয়্যালসের হয়ে সাতটি ম্যাচে ২৫২ রান করেছে, যার মধ্যে একটি শতরানও রয়েছে।
ভারতের অনূর্ধ্ব-১৯ এবং 'এ' দলের হয়েও বৈভব দুর্দান্ত পারফর্ম করেছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫২ বলে শতরান রয়েছে তার! এটি যুব এক দিনের ম্যাচে দ্রুততম শতরানের রেকর্ড।
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার খেলা ৮৬ বলে ১১৩ রানের ইনিংসও রয়েছে।
এমন দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেল বৈভব। এবার সে রাইজিং এশিয়া কাপে দেশের জার্সি গায়ে মাঠে নামবে।
🇵🇰 চলতি মাসেই পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা!
এই প্রতিযোগিতায় ভারত রয়েছে 'বি' গ্রুপে। এই গ্রুপের বাকি তিনটি দল হলো পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান।
১৪ নভেম্বর আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত।
১৬ নভেম্বর পাকিস্তান এবং ১৮ নভেম্বর ওমানের বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে।
অর্থাৎ, জাতীয় দলের জার্সিতে এই চলতি মাসেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলার সম্ভাবনা রয়েছে তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর।
🇮🇳 রাইজিং এশিয়া কাপে ভারতীয় দল—
প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, নেহাল ওয়াধেরা, নমন ধীর (সহ-অধিনায়ক), সূর্যাংশ শেরগে, জিতেশ শর্মা (অধিনায়ক), রমনদীপ সিংহ, হর্ষ দুবে, আশুতোষ শর্মা, যশ ঠাকুর, গুরজপনীত সিংহ, বিজয় কুমার বৈশাক, যুধবীর সিংহ চরক, অভিষেক পোড়েল, সুযশ শর্মা।