ঢাকা, বুধবার, নভেম্বর ৫, ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২
Logo
logo

কেন্টাকিতে ইউপিএস বিমান বিধ্বস্ত: ৭ মৃত্যু, আগুন-ধোঁয়ায় ঢাকা আকাশ, আরও মৃত্যুর আশঙ্কা!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

কেন্টাকিতে ইউপিএস বিমান বিধ্বস্ত: ৭ মৃত্যু, আগুন-ধোঁয়ায় ঢাকা আকাশ, আরও মৃত্যুর আশঙ্কা!

যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের বিমানবন্দরে ইউপিএস এমডি-১১ কার্গো বিমান বিধ্বস্ত হয়ে সব ক্রু মারা গেছেন। স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন, তিন ক্রুসহ অন্তত সাতজন নিহত। আরও ১১ জন গুরুতর আহত।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যে, ইউপিএস ফ্লাইট ২৯৭৬ নামের এমডি-১১ কার্গো বিমানটি স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে হোনোলুলুর দিকে উড়াল দেয়। উড়তে না উড়তেই একটা ডানায় আগুন ধরে যায়। তারপরই বিস্ফোরণ।

স্থানীয় টিভি চ্যানেলের ভিডিওতে দেখা যায়, উড়ার সময় বিমানে আগুন জ্বলে ওঠে। হঠাৎ নিচে ঝুঁকে পড়ে। মাটিতে আছড়ে পড়তেই ভয়ঙ্কর বিস্ফোরণ।
দুর্ঘটনার পর আগুন আশপাশের শিল্প ভবনগুলো
তেও ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। কর্মকর্তারা জানান, মাটিতে অন্তত একজন মারা গেছেন, ১১ জন দগ্ধ হয়ে আহত।
ওয়াশিংটন পোস্টের খবরে, লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনায় আহত ১১ জনের অবস্থা খুব খারাপ। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জোনাথন বেভিন বলেন, ‘আহতদের অনেকেই গুরুতর। স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।’

কেন্টাকি গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, নিহতদের শনাক্ত করে পরিবারকে জানানোর কাজ চলছে।
লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ জানান, সব জরুরি সেবা ঘটনাস্থলে কাজ করছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আগুন জ্বলছিল, কিন্তু দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড তদন্তের নেতৃত্ব দেবে। ফেডারেল এভিয়েশন প্রশাসন সাহায্য করবে। বিমানটি ইউপিএস ফ্লাইট ২৯৭৬ হিসেবে শনাক্ত।
তদন্তকারীরা দেখছেন, উড়ার সময় একটা ইঞ্জিন ছিঁড়ে গিয়েছিল কি না। কারণ রানওয়ের বিভিন্ন জায়গায় ধ্বংসাবশেষ আর ছিটকে পড়া অংশ পাওয়া গেছে।