ঢাকা, বুধবার, নভেম্বর ৫, ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২
Logo
logo

ভার্জিনিয়ায় প্রথম নারী গভর্নর নির্বাচিত অ্যাবিগেইল স্প্যানবার্গার! রিপাবলিকানকে হারিয়ে ডেমোক্র্যাটদের জয়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

ভার্জিনিয়ায় প্রথম নারী গভর্নর নির্বাচিত অ্যাবিগেইল স্প্যানবার্গার! রিপাবলিকানকে হারিয়ে ডেমোক্র্যাটদের জয়

ভার্জিনিয়ার ইতিহাসে প্রথম নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করলেন অ্যাবিগেইল স্প্যানবার্গার। রাজ্যের রাজনীতিতে এটি এক নতুন দিগন্ত।

এই নির্বাচনে অ্যাবিগেইল স্প্যানবার্গার রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসোম আর্ল-সিয়ার্সকে পরাজিত করে এই গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন।

 ভার্জিনিয়ার রাজনীতির ধারা অব্যাহত
মার্কিন এই অঙ্গরাজ্যটিতে ১৯৭৭ সালের পর থেকে কেবল একবারই বর্তমান প্রেসিডেন্টের দলের প্রার্থী গভর্নর নির্বাচনে জয়ী হতে পেরেছিলেন। বাকি প্রায় সব নির্বাচনেই বিরোধী দলের প্রার্থীরা গভর্নরের আসন দখল করেছেন।

স্প্যানবার্গারের এই জয় অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের ধারাবাহিক সাফল্যের ধারা অব্যাহত রাখল।

 নিউইয়র্ক ও নিউ জার্সিতেও ডেমোক্র্যাটদের সাফল্য
ভার্জিনিয়া ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও ডেমোক্র্যাটরা তাদের জয় ধরে রেখেছে।

নিউ জার্সিতে গভর্নর পদে এবং নিউইয়র্ক সিটিতে গভর্নর পদেও ডেমোক্র্যাটরা জয়লাভ করেছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো নিউইয়র্ক সিটির ঘটনা, যেখানে প্রথম মুসলিম মেয়র হিসেবে জোহরান মামদানি নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন।