এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে খসড়া প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী সোমবার (১০ নভেম্বর) ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের ঠিক আগে এই প্রস্তাব আনা হয়েছে। খবর রয়টার্সের।
মঙ্গলবার (৪ নভেম্বর) ওয়াশিংটনের দেখা খসড়ায় সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলতে বলা হয়েছে। তবে কবে ভোটে তোলা হবে, সেটা এখনো পরিষ্কার নয়।
পাস হতে গেলে ১৫ সদস্যের মধ্যে কমপক্ষে ৯টা ভোট লাগবে, আর স্থায়ী পাঁচ দেশ—রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য—কেউ ভেটো দিতে পারবে না।
ওয়াশিংটন গত কয়েক মাস ধরেই সিরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কমানোর কথা বলে আসছে।
১৩ বছরের গৃহযুদ্ধের পর গত বছর ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করা হয়। হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নেতৃত্বাধীন সশস্ত্র বিরোধী বাহিনীর অভিযানে এটা ঘটে।
পূর্বে নুসরা ফ্রন্ট নামে পরিচিত এইচটিএস ২০১৬ সালে আল-কায়েদার সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করে। কিন্তু ২০১৪ সালের মে থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আল-কায়েদা-আইএসআইএস নিষেধাজ্ঞার তালিকায় আছে।
এই তালিকায় আল-শারা, আনাস খাত্তাবসহ অনেক এইচটিএস সদস্যের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ আর অস্ত্র নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটি এ বছর আল-শারার ভ্রমণ নিষেধাজ্ঞা কয়েকবার সাময়িকভাবে তুলে নিয়েছে।
তাই যুক্তরাষ্ট্রের প্রস্তাব সোমবারের আগে পাস না হলেও, সিরিয়ার প্রেসিডেন্ট হোয়াইট হাউসে যেতে পারবেন।
ট্রাম্প গত মে মাসে ঘোষণা দিয়ে সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেন—এটা ছিল ওয়াশিংটনের পররাষ্ট্রনীতিতে বড় টার্ন।
এদিকে, জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষকরা জুলাইয়ের প্রতিবেদনে বলেছেন, এ বছর আল-কায়েদা আর এইচটিএস-এর মধ্যে কোনো সক্রিয় সম্পর্ক দেখা যায়নি।