এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

ইউক্রেনের হাতে পৌঁছে গেছে জার্মানির প্রতিশ্রুত শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। তবে কতটি পাঠানো হয়েছে, তা এখনও প্রকাশ করেনি জার্মান সরকার।
কয়েক মাস আগে জার্মানি প্রতিশ্রুতি দিয়েছিল ইউক্রেনকে অন্তত দুটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাবে। অবশেষে স্থানীয় সময় রোববার (২ নভেম্বর) সেই প্রতিশ্রুতি পূরণ হলো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এই দফায় ইউক্রেন পেয়েছে কয়েকটি মার্কিন-নির্মিত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, যা রাশিয়ার আকাশপথের হামলা প্রতিহত করতে সক্ষম। জেলেনস্কি জানান, ঠিক আগের রাতেও রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে—এতে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
জার্মানির পাঠানো এই সিস্টেমগুলো রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোকাবিলায় সবচেয়ে কার্যকর বলে বিশেষজ্ঞরা মনে করেন। নতুন অস্ত্র হাতে পেয়ে জেলেনস্কি ধন্যবাদ জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ ও তার সরকারকে।
রোববার রাতে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জেলেনস্কি লিখেছেন,
“আরও প্যাট্রিয়ট সিস্টেম এখন ইউক্রেনে এসেছে। এগুলোর ব্যবহার শুরু হয়েছে। তবে আমাদের শহর ও অবকাঠামো সুরক্ষিত রাখতে আরও সিস্টেম প্রয়োজন।”
তিনি পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনকে আরও প্রতিরক্ষা ব্যবস্থা দিতে। এদিকে, জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিজেদের সেনাবাহিনী থেকে সবচেয়ে বেশি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে দিয়েছে তারা—অন্য যে কোনো দেশের তুলনায়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বর্তমানে ইউক্রেনকে কোনো নতুন অস্ত্র দিচ্ছে না বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। বাইডেন প্রশাসনের সময় নিয়মিত সহায়তা পাওয়া ইউক্রেন এখন তুলনামূলকভাবে কঠিন পরিস্থিতিতে আছে। এই সুযোগে রাশিয়া আরও ভয়াবহ হামলা চালাচ্ছে দেশজুড়ে।
যুদ্ধের এই ক্রমবর্ধমান পরিস্থিতিতে ইউক্রেনের হাতে জার্মানির প্যাট্রিয়ট সিস্টেম পৌঁছানো দেশটির প্রতিরক্ষা ব্যবস্থায় বড় সহায়তা হিসেবে দেখা হচ্ছে।