ঢাকা, বুধবার, নভেম্বর ৫, ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২
Logo
logo

রমিজ রাজা লাইভে মাতাল? পিচ রিপোর্টে অদ্ভুত আচরণ, পাকিস্তানে হইচই!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

রমিজ রাজা লাইভে মাতাল? পিচ রিপোর্টে অদ্ভুত আচরণ, পাকিস্তানে হইচই!

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হতবাক সাবেক চেয়ারম্যান ও ক্রিকেটার রমিজ রাজার অদ্ভুত আচরণে। ফয়সালাবাদে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডের আগে ভুল পিচ রিপোর্ট দিয়েছেন তিনি।
পাকিস্তান এখন দক্ষিণ আফ্রিকাকে তিন ফরম্যাটের লম্বা সিরিজে আয়োজন করছে।

তবে টেস্টে মূল দক্ষিণ আফ্রিকা দলের মুখোমুখি হয়েছে, বাকি দুই ফরম্যাটে তাদের তৃতীয় সারির দল—কারণ বড় তারকারা এ মাসের ১৪ তারিখ থেকে শুরু হওয়া ভারত সিরিজের প্রস্তুতি নিচ্ছেন।

পাকিস্তান টেস্ট সিরিজ ১-১ ড্র করেছে, টি-টোয়েন্টি ২-১ জিতে ট্রফি তুলেছে। ওয়ানডে ৪ নভেম্বর শুরু, ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে প্রথম ম্যাচে ২ উইকেটে জিতে এগিয়ে পাকিস্তান।

রমিজ রাজার অদ্ভুত আচরণে দর্শকরা হতবাক পিচ রিপোর্টে
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরুর আগে সাবেক ক্রিকেটার-প্রশাসক ও পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা সহ-কমেন্টেটরের সঙ্গে পিচ রিপোর্ট করতে মাঠে নামেন।

কিন্তু পিচের কাছে গিয়ে তিনি অদ্ভুতভাবে দুলতে থাকেন। হাতের ইশারায় অদ্ভুত ভঙ্গি করে পিচের অবস্থা বলেন।
সহ-কমেন্টেটরের সাহায্য ছাড়া ক্যামেরাই খুঁজে পাননি। সিলি মন্তব্য করে হাসাহাসি করেন। পাকিস্তানি ফ্যানরা শকড, অনেকে রাগে ফেটে পড়েছেন—ম্যাচের সময় মাঠেই ঢুকতে দেওয়া উচিত নয়!
কে এই লোককে স্টেডিয়ামে ঢোকালো 

‘পিচটা অনেক স্পিন করবে’: সাবেক পিসিবি চেয়ারম্যানের ভুল রায়
পিচ দেখে রমিজ বলেন, “সবচেয়ে স্মার্ট পিচ রিপোর্ট—এক বাক্যে বলছি। পিচটা অনেক স্পিন করবে (এত না, এত না, এতটা—হাতের ইশারায় সীমা দেখান)।”

কথাটা পুরো অর্থহীন। ম্যাচে ১৮ উইকেট পড়েছে, তার মধ্যে স্পিনারদের ৮টা। পাকিস্তানের আবরার আহমেদ ৩, সাইম আইয়ুব ২, মোহাম্মদ নওয়াজ ১। দক্ষিণ আফ্রিকার দুই স্পিনারের একটা করে।
পাকিস্তান ফয়সালাবাদে থ্রিলারে দক্ষিণ আফ্রিকাকে হারালো

দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে। অবসর ভেঙে ফেরা কুইন্টন ডি কক ৬৩ রান—প্রোটিয়াদের সর্বোচ্চ। লুহান ডি প্রিটোরিয়াসও হাফ সেঞ্চুরি।

ম্যাথিউ ব্রেটজকি প্রথমবার ওয়ানডেতে হাফ সেঞ্চুরি মিস করেন। ডেথ ওভারে করবিন বোশ ৪১ রান যোগ করেন।
পাকিস্তানের টপ অর্ডার সাধারণ অবদান রাখে, বড় স্কোরিং করে সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা—দুজনেই হাফ সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার স্কোর টপকে যায়।
শাহিন আফ্রিদির পূর্ণকালীন অধিনায়কত্বে পাকিস্তানের প্রথম ওয়ানডে জয়।