ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২
Logo
logo

প্রেসিডেন্টকে জোর করে চুমু দিতে গেল এক মাতাল! ভাইরাল ভিডিওতে তোলপাড় মেক্সিকো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৫, ১০:১১ পিএম

প্রেসিডেন্টকে জোর করে চুমু দিতে গেল এক মাতাল! ভাইরাল ভিডিওতে তোলপাড় মেক্সিকো

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শাইনবাউমকে প্রকাশ্য রাস্তায় এক মাতাল ব্যক্তি জোর করে চুমু দিতে গিয়েছিলেন! ঘটনাটির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে তোলপাড় তুলেছে।

মঙ্গলবার মেক্সিকো সিটির এক ঐতিহাসিক এলাকায় সাধারণ মানুষের সাথে কথা বলছিলেন প্রেসিডেন্ট শাইনবাউম। এমন সময় এক মদ্যপ ব্যক্তি হঠাতই তার দিকে এগিয়ে যান এবং চুমু দেওয়ার চেষ্টা করেন! প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষীরা তাড়াতাড়ি সেখানে না এলেও, ভাগ্যক্রমে একজন সরকারি কর্মকর্তা মাঝখানে পড়ে প্রেসিডেন্টকে রক্ষা করেন।

ভাইরাল ভিডিওতে যা দেখা গেছে

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায়, কেমন করে ওই মাতাল লোকটি প্রেসিডেন্ট শাইনবাউমের খুব কাছাকাছি চলে আসেন এবং চুম্বনের জন্য তার দিকে ঝুঁকে পড়েন। তিনি প্রেসিডেন্টের হাত ও শরীর স্পর্শও করেন। তবে প্রেসিডেন্ট শাইনবাউম এই অপ্রীতিকর পরিস্থিতিতেও অত্যন্ত শান্ত থাকেন। তিনি হাসিমুখে ওই ব্যক্তির হাত আলগাভাবে সরিয়ে দিয়ে বলেন, "চিন্তা করবেন না।"

নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন

এই ঘটনায় প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভিডিওতে দেখা গেছে, ঝুঁকিপূর্ণ এই মুহূর্তে প্রেসিডেন্টের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা তেমন সক্রিয় ছিলেন না। প্রেসিডেন্টের কার্যালয় এখনো এই ঘটনা সম্পর্কে কোনো রকমের ব্যাখ্যা বা মন্তব্য দেয়নি।

জনতার সাথেই থাকতে পছন্দ করেন প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট শাইনবাউম তার পূর্বসূরি প্রেসিডেন্ট ওব্রাডরের মতোই সাধারণ মানুষের খুব কাছাকাছি থাকতে পছন্দ করেন। তিনি প্রায়ই জনতার মাঝে গিয়ে সেলফি তোলেন এবং হ্যান্ডশেক করেন। কিন্তু মঙ্গলবারের এই ঘটনায় দেখা গেল, সেই জনসমাগমের মধ্যেই লুকিয়ে থাকতে পারে নিরাপত্তা ঝুঁকি।

কঠিন সময়ে অপ্রীতিকর ঘটনা

এই ঘটনা ঘটেছে এমন এক সময়ে, যখন প্রেসিডেন্ট শাইনবাউমকে দেশের ভয়াবহ রাজনৈতিক সহিংসতা নিয়ে জবাবদিহি করতে হচ্ছে। মাত্র কিছুদিন আগে পশ্চিম মিচোয়াকান রাজ্যে একজন মেয়রকে প্রকাশ্য দিবালোকিতে হত্যা করা হয়েছে। এমন সংকটময় মুহূর্তে প্রেসিডেন্টের নিজের নিরাপত্তা নিয়েই এমন প্রশ্ন উঠা মোটেও ভালো কোনো সংকেত নয়।