এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৫, ১০:১১ পিএম

বুধবার ট্যাঙ্ক নিয়ে সিরিয়ার ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনা। দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা গ্রামাঞ্চলে তারা প্রবেশ করেছে বলে খবর দিয়েছে আল-জাজিরা অনলাইন।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাতে জানা গেছে, দুটি ট্যাঙ্ক আর চারটি সামরিক গাড়ির সঙ্গে ইসরায়েলি সেনারা জুবাতা আল-খাশাব শহরে এগিয়েছে। উত্তর কুনেইত্রার আইন আল-বায়দা যাওয়ার রাস্তায় তারা একটা চেকপয়েন্ট বসিয়েছে।
সিরিয়া বারবার ইসরায়েলের এই অনুপ্রবেশের নিন্দা জানিয়েছে। সরকার বলছে, তারা ১৯৭৪ সালের চুক্তি মানছে—যাতে দুই পক্ষের মধ্যে বাফার জোন তৈরি হয়েছিল।
সিরিয়া জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ইসরায়েল ১০০০-এর বেশি বিমান হামলা আর ৪০০ আন্তঃসীমান্ত অভিযান চালিয়েছে।
গত বছরের শেষ দিকে আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েল গোলান হাইটসের দখলকে সামরিকীকরণমুক্ত এলাকায় ছড়িয়ে দিয়েছে।
se