এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৫, ১০:১১ পিএম

ভারতের রাজনীতিতে চাঞ্চল্য! কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দাবি, ব্রাজিলের এক মডেল নাকি ২২ বার ভোট দিয়েছেন ভারতের হরিয়ানা বিধানসভা নির্বাচনে! বুধবার (৬ নভেম্বর) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বিজেপির বিরুদ্ধে ‘বৃহৎ ভোট কারচুপির’ অভিযোগ তুলে এই বিস্ফোরক দাবি করেন তিনি।
রাহুল গান্ধীর ভাষায়, ভোটার তালিকায় কখনো সীমা, কখনো সুইটি, আবার কখনো সরস্বতী নামের পাশে দেখা গেছে একই নারীর ছবি—যা আসলে এক ব্রাজিলিয়ান মডেলের! তার অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে ওই ছবিটি ব্যবহার করে অন্তত ২২টি ভুয়া ভোটার কার্ড তৈরি করেছে এবং সেই কারচুপির মাধ্যমেই হরিয়ানার ক্ষমতা দখল করেছে।
২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করে। কিন্তু রাহুলের অভিযোগ, সেই জয় “ভোটচুরির ফসল”। কংগ্রেস নেতার দাবি, রাজ্যের মোট দুই কোটি ভোটারের মধ্যে অন্তত ২৫ লাখই ভুয়া—অর্থাৎ মোট ভোটারের প্রায় ১২ শতাংশই জাল!
রাহুল বলেন, “হরিয়ানার ভোটে বিরাট জালিয়াতি হয়েছে। বিজেপি এবং নির্বাচন কমিশনের মধ্যে আঁতাঁত করে এই ফল বদলে ফেলা হয়েছে। প্রায় সব বুথফেরত জরিপেই কংগ্রেসের জয় নিশ্চিত বলা হয়েছিল, কিন্তু ফলপ্রকাশের পর দেখা গেল পুরো উল্টো।”
তিনি আরও যোগ করেন, “এই ঘটনার পেছনে ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র। হরিয়ানার ইতিহাসে এবারই প্রথম পোস্টাল ব্যালট আর সরাসরি ভোটের ফল মিলেনি। এটা স্পষ্ট প্রমাণ যে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে।”
রাহুল গান্ধীর এই অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই দেশজুড়ে তীব্র আলোচনার ঝড় উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ইস্যু আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী জোটের অন্যতম অস্ত্র হয়ে উঠতে পারে।