এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৫, ১১:১১ পিএম

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে আর্সেনাল! স্লাভিয়া প্রাহার মাঠে ৩-০ গোলের সহজ ও প্রত্যাশিত জয় পেয়েছে গানাররা। এই জয়ের মধ্য দিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচে জয় তুলে নিয়েছে তারা—যা শেষবার ঘটেছিল ১২২ বছর আগে!
ম্যাচের প্রথমার্ধ থেকেই ছিল আর্সেনালের দাপট। ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন বুকায়ো সাকা। এরপর ৪৬ মিনিটে মিকেল মেরিনো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটে মেরিনোই করেন নিজের দ্বিতীয় গোল, আর তাতেই জয় অনেকটা নিশ্চিত হয় আর্সেনালের।
৭২ মিনিটে আর্তেতা কৌশলগত পরিবর্তন আনেন—লেয়ান্দ্রো ত্রোসার্ডের জায়গায় নামানো হয় তরুণ ম্যাক্স ডোম্যানকে। এই পরিবর্তনেই ইতিহাস গড়েন ডোম্যান। মাত্র ১৫ বছর ৩০৮ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামেন তিনি—যা তাকে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় বানিয়েছে। যদিও গোল পাননি, তবুও তার অভিষেকের রাতটা হয়ে থাকল স্মরণীয়, আর্সেনালের বড় জয়ের সাক্ষী হয়ে।
এই জয়ের ফলে ৪ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পয়েন্ট তালিকার দুই নম্বরে অবস্থান করছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।