ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২
Logo
logo

আফগানদের কাছে ১০২ রানে উড়ে গেল টাইগার যুবারা! ব্যাটিং ধসে লজ্জার হার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৫, ১১:১১ পিএম

আফগানদের কাছে ১০২ রানে উড়ে গেল টাইগার যুবারা! ব্যাটিং ধসে লজ্জার হার

আফগানদের সামনে হালে পানি পেল না বাংলাদেশের যুবারা। শত চেষ্টা করেও লড়াই গড়তে পারল না লাল-সবুজের দল। যুব ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ১০২ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ।

ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ হয়ে মাত্র ১৭৩ রানে গুটিয়ে গেল যুবাদের ইনিংস। আগে ব্যাট করে আফগানিস্তান ৭ উইকেটে তুলেছিল ২৭৫ রান।

টানা বৃষ্টির কারণে বদলে যাওয়া সূচিতে বগুড়ার বদলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বুধবার মুখোমুখি হয় দুই দল। এটি ছিল তৃতীয় ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল স্বাগতিক যুবারা। দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে ভেসে যায়।

পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। একই মাঠে শুক্রবার হবে চতুর্থ ওয়ানডে।

বুধবার টস জিতে আগে ব্যাট করে আফগানিস্তান। দলের সর্বোচ্চ ১০০ রান করেন তিন নম্বরে নামা ফয়সাল খান শিনোজাদা। ১০৫ বলে ১৪ চার ও ২ ছক্কার ঝড়ো ইনিংস।

পাঁচ নম্বরে নেমে অধিনায়ক মাহবুব খান অপরাজিত ৬৮ রান (৭৮ বলে ৫ চার)। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন আজিজুল হাকিম তামিম ও আল ফাহাদ।

রান তাড়ায় শুরুতেই ধস। জাওয়াদ আবরার (২৪ বলে ২৫), রিফাত বেগ (২ বলে ০) ও আজিজুল হাকিম তামিম (৩২ বলে ৯) হতাশ করেন।

চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন কালাম সিদ্দিকি এলিন ও রিজান হোসেন। দুজনে মিলে ৯৩ রানের জুটি। ৩ চার ও ৪ ছক্কায় ৫০ বলে ৫২ রান করে আউট রিজান। কালামের ব্যাট থেকে ৮ চার ও ১ ছক্কায় ৭৯ বলে ৭১ রান।

শেষ দিকে আর কেউ সঙ্গ দিতে না পারায় ৭৬ বল বাকি থাকতেই শেষ বাংলাদেশের ইনিংস।