ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২
Logo
logo

৫ টাকার পান মসলায় ৪ লাখের জাফরান! ফের বিতর্কে সালমান খান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৫, ১১:১১ পিএম

৫ টাকার পান মসলায় ৪ লাখের জাফরান! ফের বিতর্কে সালমান খান

আবারও আইনি জটিলতায় পড়লেন বলিউড সুপারস্টার সালমান খান। ‘বিভ্রান্তিকর’ বিজ্ঞাপন প্রচারের অভিযোগে রাজস্থানের কোটার ভোক্তা আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগটি করেছেন রাজস্থানের হাইকোর্টের আইনজীবী ও সিনিয়র বিজেপি নেতা ইন্দর মোহন সিং হানি। এ খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।

অভিযোগে বলা হয়েছে, রাজশ্রী পান মসলা নামের একটি প্রতিষ্ঠান এবং তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান খান তাদের বিজ্ঞাপনে দাবি করছেন— তাদের ‘জাফরান মিশ্রিত এলাচ’ ও ‘জাফরান মিশ্রিত পান মসলা’ পণ্যে আসল জাফরান ব্যবহৃত হচ্ছে। কিন্তু আবেদনকারীর যুক্তি, জাফরানের দাম প্রতি কিলোগ্রাম প্রায় ৪ লাখ রুপি—সেক্ষেত্রে ৫ টাকায় বিক্রি হওয়া কোনো পণ্যে তা থাকা সম্ভব নয়। এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর দাবি, যা তরুণদের পান মসলা সেবনে উৎসাহিত করছে। আর এই অভ্যাসই মুখগহ্বরের ক্যানসার বাড়িয়ে তুলছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাডভোকেট ইন্দর মোহন সিং হানি বলেন, “রাজশ্রী পান মসলা কোম্পানি ও তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান খান দাবি করছেন, তাদের পণ্যে জাফরান রয়েছে এবং তারা তরুণদের এটি খেতে উৎসাহিত করছেন। সালমান খান বহু তরুণের আদর্শ, তাই এই প্রভাব আরও বিপজ্জনক। আমরা এ নিয়ে কোটার ভোক্তা আদালতে অভিযোগ দায়ের করেছি, শুনানির নোটিশও জারি হয়েছে।”

তিনি আরও বলেন, “বিদেশি তারকারা ঠান্ডা পানীয়র মতো সাধারণ পণ্যের বিজ্ঞাপনও করতে চান না। অথচ আমাদের দেশের তারকারা তামাক ও পান মসলার মতো ক্ষতিকর পণ্যের প্রচার করছেন। আমি অনুরোধ করছি, তারকারা যেন তরুণদের কাছে ভুল বার্তা না দেন। পান মসলা মুখের ক্যানসারের অন্যতম প্রধান কারণ।”

ইতিমধ্যে কোটার ভোক্তা আদালত অভিযোগটি গ্রহণ করেছে এবং সালমান খানকে আইনি নোটিশ পাঠিয়ে আনুষ্ঠানিক জবাব দিতে বলেছে। এ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ নভেম্বর।