ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫ | ২১ কার্তিক ১৪৩২
Logo
logo

মনোনয়ন না পেয়ে হৃদয়ছোঁয়া বার্তা হেলাল খানের: “ধানের শীষ এগিয়ে যাক, সবার আগে বাংলাদেশ”


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৫, ১১:১১ পিএম

মনোনয়ন না পেয়ে হৃদয়ছোঁয়া বার্তা হেলাল খানের: “ধানের শীষ এগিয়ে যাক, সবার আগে বাংলাদেশ”

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় জাসাস আহ্বায়ক এবং জনপ্রিয় চিত্রনায়ক হেলাল খান ছিলেন সিলেট-৬ আসনে মনোনয়নপ্রত্যাশী। দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থাকা সত্ত্বেও ঘোষিত ২৩৭ জন প্রার্থীর তালিকায় তার নাম দেখা যায়নি। তবুও দলের প্রতি শ্রদ্ধা রেখে তিনি মনোনীত প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন এবং দলের প্রতি তার অটুট আস্থা প্রকাশ করেছেন।

মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে হেলাল খান লেখেন— “সবার আগে বাংলাদেশ।”

তিনি লিখেছেন, “দেশব্যাপী তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমার প্রাণপ্রিয় জাসাস কর্মী, নেতৃবৃন্দ ও সিলেট-৬ আসনের জনগণ কিছুটা হতাশ হয়েছেন—তা স্বাভাবিক। তবে আমি বলব, ধৈর্য ধরুন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই আমাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবেন। অতীতেও আমি দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা করেছি, আজও সেই অবস্থানেই আছি।”

হেলাল খান আরও উল্লেখ করেন, “ধানের শীষ যার হাতেই থাকুক, তার হয়েই আমাদের বিজয় নিশ্চিত করতে হবে। আমার বিষয়ে দল নিশ্চয়ই বিবেক ও বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেবে। আমি মনোনয়ন না পেলেও দলের আদর্শ ও নেতৃত্বে অবিচল থাকব।”

শেষে তিনি সকল নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান,
“আমাদের লক্ষ্য একটাই—তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দেশের পুনর্গঠন। নমিনেশন যেই পাক, ধানের শীষ এগিয়ে যাক—এটাই শেষ কথা।”