এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৫, ১১:১১ পিএম

বলিউড অভিনেত্রী দীপিকা কক্কর আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। এপ্রিল মাসে লিভার ক্যান্সার ধরা পড়ার পর থেকে তিনি নিয়মিত চিকিৎসা করাচ্ছেন, কিন্তু এবার হাসপাতালে নেওয়ার ঘটনা ভক্তদের মনে চিন্তার ছায়া ফেলেছে।
গত কয়েক মাস ধরে দীপিকা তাঁর স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আসছিলেন। ক্যান্সারের চিকিৎসার কারণে তাঁর শরীরে কী কী পরিবর্তন আসছে, সেসবও খোলামেলাভাবে বলেছেন। কিন্তু এবারের ঘটনায় পরিবার ও ভক্তরা বেশ চিন্তিত।
কী হচ্ছে দীপিকার চিকিৎসা?
দীপিকার ক্যান্সার চিকিৎসায় এখন 'টার্গেট থেরাপি' চলছে। এই থেরাপির বেশ কিছু কঠিন পার্শ্বপ্রতিক্রিয়া তিনি অনুভব করছেন। এর মধ্যে রয়েছে:
সারাক্ষণ বমি বমি ভাব
মাথা ঘোরা
চুল পড়ে যাওয়া
এছাড়াও, অস্ত্রোপচারের পর থেকে তাঁর শরীর আগের মতো আর সাপোর্ট করছে না। তিনি আগে যেমন একনাগাড়ে কাজে ব্যস্ত থাকতে পারতেন, এখন তেমন পারছেন না।
নিয়মিত হাসপাতালে ভর্তি হতে হয়
চিকিৎসার নিয়ম হিসেবে দীপিকাকে প্রতি দুই মাস পর পর হাসপাতালে ভর্তি হতে হয়। সেখানে তাঁর শরীরে রক্ত দেওয়া হয় এবং নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। প্রতিবার এই পরীক্ষার রিপোর্ট নিয়ে উদ্বেগের মধ্যে থাকেন তিনি এবং তাঁর স্বামী শোয়েব।
শোয়েবের ভাইরাল ভিডিও
হাসপাতালে থাকাকালীন শোয়েব একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে দীপিকাকে বেশ কাহিল ও উদ্বিগ্ন দেখাচ্ছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সকলের দোয়া ও শুভকামনার কারণ হয়ে উঠেছে।
দীপিকা কক্করের এই কঠিন সময়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন লক্ষ্য ভক্ত ও শুভানুধ্যায়ীরা।