এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ০৪:১১ পিএম

রাশিয়া আবারও দেখালো তার সামরিক প্রযুক্তির দাপট! দেশটি নতুন প্রজন্মের পারমাণবিকচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ক্ষেপণাস্ত্রের গতি হবে শব্দের চেয়ে তিনগুণ বেশি, এবং ভবিষ্যতে এটি হাইপারসনিক গতিতেও পৌঁছাতে পারবে।
বুধবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
“নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের যুগ শুরু হয়েছে” — পুতিন
মঙ্গলবার মস্কোতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুতিন বলেন, “রাশিয়া নতুন প্রজন্মের পারমাণবিকচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছে। এর গতি শব্দের গতির তিনগুণেরও বেশি হবে এবং এটি হাইপারসনিক স্তরে পৌঁছাতে সক্ষম হবে।”
ক্রেমলিনে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি রাশিয়ার পারমাণবিকচালিত ‘বুরেভেসনিক’ ও পানির নিচে ব্যবহারের জন্য তৈরি ‘পোসেইডন’ ক্ষেপণাস্ত্রের পেছনে কাজ করা বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করেন।
“রাশিয়ার নিরাপত্তার নতুন যুগের প্রতীক”
পুতিন আরও বলেন, “রাশিয়া এখন এমন এক নতুন প্রজন্মের অস্ত্র তৈরি করছে, যা বুরেভেসনিক ও পোসেইডনের মতো একই শক্তি ইউনিটের ওপর ভিত্তি করে নির্মিত হবে।”
তার দাবি, এই প্রকল্প রাশিয়ার জন্য এক ঐতিহাসিক অর্জন, যা আগামী কয়েক দশক দেশের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য নিশ্চিত করবে।
১৪ হাজার কিলোমিটার উড়ে গেল বুরেভেসনিক!
এর আগে গত মাসে সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন জানান, বুরেভেসনিক ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন হয়েছে।
রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ জানান, পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৫ ঘণ্টা ধরে উড়ে ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে।
পুতিন আরও বলেন, ২০১৮ সালে ঘোষণা দেওয়া বুরেভেসনিক ও পোসেইডন ক্ষেপণাস্ত্র দুটি সম্পূর্ণ অদ্বিতীয়, যেগুলো অসীম পাল্লার ক্ষমতাসম্পন্ন এবং বিশ্বের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো আটকাতে পারবে না।
রাশিয়ার এই নতুন ঘোষণা শুধু ইউরোপ নয়, যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বকেই চাপে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, এই নতুন প্রজন্মের পারমাণবিকচালিত ক্ষেপণাস্ত্র বিশ্বে ‘নিউক্লিয়ার পাওয়ার ব্যালেন্স’ পুরোপুরি পাল্টে দিতে পারে।