এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

ফুটবলপ্রেমীদের জন্য দারুণ খবর! আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে জনপ্রিয় স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাস উন্মোচন করেছে ২২টি দেশের অফিসিয়াল জার্সি। এই তালিকায় রয়েছে আর্জেন্টিনা, জার্মানি ও স্পেনের মতো ফুটবল পরাশক্তি দল, যারা ইতিমধ্যেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে বা প্রায় নিশ্চিত করেছে অংশগ্রহণ।
তবে সব জার্সির ভেতর আলোচনার কেন্দ্রে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের নতুন জার্সিতে রাখা হয়েছে ঐতিহ্যবাহী আকাশি-সাদা উল্লম্ব স্ট্রাইপ, সঙ্গে তিন রঙের গ্রেডিয়েন্ট ডিজাইন। এই জার্সি নকশায় ফুটে উঠেছে আর্জেন্টিনার ঐতিহাসিক সাফল্য— ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের বিশ্বকাপ জয়।
অ্যাডিডাসের প্রকাশিত ২২ দেশের মধ্যে ইতিমধ্যে ছয়টি দল বিশ্বকাপের বাছাইপর্ব পার করেছে। পাশাপাশি রয়েছে এমন দেশগুলোও, যাদের টুর্নামেন্টে খেলা প্রায় নিশ্চিত— যেমন জার্মানি ও স্পেন।
আগামী বছরের ১১ জুন শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর ফিফা বিশ্বকাপ, যেখানে থাকবে ৪৮টি দেশ। আর ১৯ জুলাই অনুষ্ঠিত হবে জমজমাট ফাইনাল ম্যাচ।
বিশ্বকাপ ঘিরে এখন থেকেই শুরু হয়েছে উন্মাদনা, আর অ্যাডিডাসের এই নতুন জার্সি সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল নিঃসন্দেহে।