এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

বিপিএল ঘিরে বড় পরিবর্তন এসেছে ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে। স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে যেসব খেলোয়াড় ও কর্মকর্তার নাম উঠেছিল, তাদের সবাইকে প্রথমে আসন্ন বিপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্তে এসেছে বড় সংশোধন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফিক্সিংয়ে অভিযুক্ত কোচ ও কর্মকর্তারাই কেবল বিপিএল থেকে বাদ পড়বেন। তবে অভিযুক্ত খেলোয়াড়রা থাকবেন ড্রাফটে, এবং চাইলে তারা খেলতেও পারবেন। শুধু তাই নয়, পারফরম্যান্স ভালো হলে পরবর্তী আসরেও তাদের খেলায় কোনো বাধা থাকবে না।
বিপিএলের গভর্নিং কাউন্সিলের এক কর্মকর্তা জানিয়েছেন, অনেক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এখনো পুরোপুরি প্রমাণিত হয়নি, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের অংশগ্রহণে কোনো বাধা দেয়া হবে না। তিনি আরও বলেন, বিসিবির দুর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শালও একই সুপারিশ করেছিলেন।
তবে নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই কারও। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, অভিযুক্ত ক্রিকেটাররা বিপিএলে খেলতে পারলেও তারা থাকবেন বিশেষ নজরদারির আওতায়। খেলোয়াড়দের চলাফেরা থেকে শুরু করে ফোন ব্যবহার—সবকিছুই থাকবে কঠোর পর্যবেক্ষণে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন সতর্কতার সঙ্গে এগিয়ে যাওয়ার কৌশল হিসেবে, যাতে তদন্ত শেষ হওয়ার আগেই কাউকে অন্যায়ভাবে শাস্তি না দেয়া হয়।