ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫ | ২২ কার্তিক ১৪৩২
Logo
logo

জাতীয় দলের কোচ হয়ে ফিরলেন আশরাফুল! ড্রেসিং রুমে ফেরার উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

জাতীয় দলের কোচ হয়ে ফিরলেন আশরাফুল! ড্রেসিং রুমে ফেরার উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি

একসময় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ছিলেন মোহাম্মদ আশরাফুল। মাঠে ঝলমলে পারফরম্যান্সে জয় করেছিলেন কোটি ক্রিকেটপ্রেমীর হৃদয়। তবে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধ হওয়ার পর অনেকটা হারিয়ে গিয়েছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু থেকে।

এবার সেই আশরাফুল নতুন ভূমিকায় ফিরলেন জাতীয় দলে—খেলোয়াড় নয়, কোচ হিসেবে!
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে নিয়োগ দিয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাটিং কোচ হিসেবে। দীর্ঘ ১১ বছর পর তিনি আবার পা রাখছেন জাতীয় দলের ড্রেসিং রুমে, তবে এক ভিন্ন পরিচয়ে।

২০১৩ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর ঘরোয়া ক্রিকেটে খেললেও জাতীয় দলে ফেরার সুযোগ পাননি আশরাফুল। এবার কোচের দায়িত্ব পেয়ে সেই পুরনো জায়গায় ফিরে আসা যেন এক নতুন রোমাঞ্চ তার জীবনে।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফুল বলেন,
“এই দলটার ড্রেসিং রুমে আবার ঢুকতে পারবো, ভাবতেই ভালো লাগছে। ১৩ বছর একজন খেলোয়াড় হিসেবে এখানে ছিলাম, অনেক কোচের অধীনে খেলেছি। এখন সেই অভিজ্ঞতাগুলো নতুন প্রজন্মের খেলোয়াড়দের সঙ্গে ভাগ করে নিতে পারবো—এটাই সবচেয়ে আনন্দের।”

তবে আশরাফুল জানেন, কোচ হিসেবে বড় কোনো পরিবর্তন আনার আশা এখনই বাস্তবসম্মত নয়। তাই টেকনিকের চেয়ে তার জোর থাকবে মানসিক প্রস্তুতির ওপর।

তার ভাষায়, “ক্রিকেটে শুধু টেকনিক নয়, মানসিক পরিপক্বতাও খুব জরুরি। খেলোয়াড়দের মানসিকভাবে শক্ত করে তোলাই আমার লক্ষ্য। মন পরিষ্কার থাকলে ব্যাটিংসহ পারফরম্যান্সও ভালো হয়। আমি এই বিষয়গুলো নিয়েই কাজ করবো।”

একসময় যার ব্যাটে ভর করে বাংলাদেশ জিতেছিল বিশ্বচমক জাগানো ম্যাচ, এবার সেই আশরাফুলই দিচ্ছেন নতুন প্রজন্মের ব্যাটারদের অনুপ্রেরণা—নিজের অভিজ্ঞতা থেকে শেখার এক নতুন গল্প লিখতে।