ঢাকা, শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ | ২২ কার্তিক ১৪৩২
Logo
logo

তুমুল আলোচনা! ‘আমজনতা দল’ ইসি নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশনে তারেক, সমর্থন জানাল বিএনপি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৫, ০৭:১১ পিএম

তুমুল আলোচনা! ‘আমজনতা দল’ ইসি নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশনে তারেক, সমর্থন জানাল বিএনপি

নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলের সদস্যসচিব মো. তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশন শুরু করেছেন। গত মঙ্গলবার বিকেল থেকে তিনি ইসি ভবনের সামনে অনশন করছেন। নিবন্ধন না পাওয়া পর্যন্ত তিনি এই অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

এবার মো. তারেক রহমানের পাশে এসে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আমজনতা দলের নিবন্ধনের দাবিতে অনশনরত তারেকের প্রতি বিএনপির পক্ষে সংহতি জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে মো. তারেক রহমান রিজভীকে ধন্যবাদ জানান।

রিজভীর বক্তব্য: কেন সমর্থন জানাচ্ছে বিএনপি?
রুহুল কবির রিজভী তারেকের অনশনকে সমর্থন জানিয়ে বলেন, “তারেক এই দেশের স্বার্থে কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কাজ করেছে। সে আইনসম্মতভাবেই রাজনৈতিক দল গঠন করেছে এবং নিবন্ধনের জন্য আবেদন করেছে।”

তিনি আরও বলেন, তারেক স্বাধীনতার স্বপক্ষে ও গণতন্ত্রের স্বার্থে কাজ করেছে। এ সময় নির্বাচন কমিশনের কাছে তারেকের দলকে অবিলম্বে নিবন্ধনের আহ্বান জানান বিএনপির এই নেতা।