ঢাকা, শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ | ২২ কার্তিক ১৪৩২
Logo
logo

বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা, তৃণমূল ছড়িয়ে নতুন উদ্দীপনা, মাঠে উৎসবের আমেজ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৫, ০৭:১১ পিএম

বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা, তৃণমূল ছড়িয়ে নতুন উদ্দীপনা, মাঠে উৎসবের আমেজ

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। ঘোষণার পরই দলটির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ছড়িয়েছে নতুন উদ্দীপনা। প্রার্থীদের ঘিরে বইছে উচ্ছ্বাস, চলছে শুভেচ্ছা বিনিময় এবং প্রচার-প্রচারণা। ব্যানার-পোস্টার দিয়ে ছেয়ে গেছে শহর থেকে গ্রাম। মনোনয়নবঞ্চিতদের ক্ষোভ ধীরে ধীরে প্রশমিত হচ্ছে; বাড়ছে ঐক্যের আহ্বান। কেন্দ্রীয় নেতৃত্বও মাঠপর্যায়ে সবাইকে একসাথে ধানের শীষ প্রতীকের জন্য কাজ করার নির্দেশ দিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ৩ থেকে ১০ জন পর্যন্ত মাঠে কাজ করেছেন। পাঁচটি জরিপ, সাংগঠনিক টিমের মতামত এবং স্থায়ী কমিটির মূল্যায়নের ভিত্তিতে সোমবার ২৩৭টি আসনে একক প্রার্থী ঘোষণা করা হয়। মনোনয়নবঞ্চিতদের অনুসারীরা তাৎক্ষণিকভাবে প্রকাশ্যে-অপ্রকাশ্যে প্রতিক্রিয়া দেখিয়েছেন।

চট্টগ্রাম-৮ আসনে গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ আহত হয়েছেন। তবুও একক প্রার্থীরা সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছেন। কেউ কেউ ঢাকা থেকে সড়ক, নৌ ও আকাশ পথে নির্বাচনী এলাকায় যাচ্ছেন এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন।

৬৩টি আসনে এখনও বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। এসব এলাকায় মনোনয়নপ্রত্যাশীরা প্রচারণা চালাচ্ছেন, ফলে নির্বাচনী আমেজ তৃণমূলের জন্য সরগরম।

চট্টগ্রাম: ১৬টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বিমানে এসে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় বরণ পান। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে এরশাদ উল্লাহ দ্বিতীয়বার মনোনয়ন পান। আনোয়ারা আসনে মনোনয়ন পাওয়া সরওয়ার জামাল নিজাম দু’বার নির্বাচিত হয়েছেন। নতুন প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী এবং মীর মোহাম্মদ হেলাল উদ্দিনও নির্বাচনী মাঠে নেমেছেন।

পটুয়াখালী: মনোনয়ন পাওয়ার পর এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী জেলা বিএনপি সভাপতির অফিসে যান। প্রার্থী প্রথম জনসভা অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর: যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অষ্টপ্রহরব্যাপী হরিনাম যজ্ঞে উপস্থিত থেকে ধানের শীষের প্রতি সমর্থন আহ্বান করেন।

কুমিল্লা: কুমিল্লা-৬ আসনে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী বিজয়ী করতে যা প্রয়োজন সব করবেন বলে শপথ নেন।

ফরিদপুর: ফরিদপুর-৩ আসনে মনোনয়নপ্রাপ্ত চৌধুরী নায়াব ইউসুফ রাতেই নিজ বাড়িতে আসেন ও বাবার কবর জিয়ারত করেন।

নারায়ণগঞ্জ ও সোনারগাঁও: মনোনীতরা গণসংযোগ শুরু করেছেন। নজরুল ইসলাম আজাদ তৃণমূলের প্রতি বার্তা দেন, “আমি আপনাদের সন্তান ও ভাই, দলমত নির্বিশেষে আড়াইহাজারের সবাই আমার আপনজন।”

টঙ্গী ও গাজীপুর: গাজীপুর-৫ প্রার্থী একে এম ফজলুল হক মিলন গণসংযোগ শুরু করেছেন। গাজীপুর-২ প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি বাবা অধ্যাপক এমএ মান্নানের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন।

চাঁদপুর: চাঁদপুর-৩ প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক এবং চাঁদপুর-২ প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন নির্বাচনী এলাকায় গণসংযোগে ব্যস্ত। চাঁদপুর-১ প্রার্থী আ ন ম এহসানুল হক মিলন স্থানীয় মাজারে কবর জিয়ারতের মাধ্যমে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

হবিগঞ্জ: হবিগঞ্জ-৩ প্রার্থী জি কে গউছ এক মতবিনিময় সভায় ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

রংপুর: জেলার ৬ আসনের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন। প্রার্থী সাইফুল ইসলাম, মোকাররম হোসেন সুজন, মোহাম্মদ আলী সরকার, সামসুজ্জামান সামু, এমদাদুল হক ভরসা ইতিমধ্যেই প্রচারণায় ব্যস্ত।

কক্সবাজার: কক্সবাজার-১ প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বিদেশে থাকলেও গণসংযোগ চলছে। কক্সবাজার-৩ লুৎফুর রহমান কাজল এবং কক্সবাজার-৪ সাবেক হুইপ শাহজাহান চৌধুরী মাঠে ব্যস্ত।

চুয়াডাঙ্গা, মুন্সীগঞ্জ, রাঙামাটি, মৌলভীবাজার, নড়াইল, নাটোর, রাজবাড়ী, সিরাজগঞ্জ, মাগুরা, লালমনিরহাট: মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ নিয়ে মাঠে কার্যক্রম তুঙ্গে তুলে দিচ্ছেন।

সর্বত্র নির্বাচনী মাঠে ধানের শীষ প্রতীকের প্রতি উৎসাহ ও সমর্থন চোখে পড়ছে, তৃণমূল উচ্ছ্বাসে উজ্জীবিত।