ঢাকা, শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ | ২২ কার্তিক ১৪৩২
Logo
logo

২০২৬ সালের সরকারি ছুটি ও গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন, মৃত্যু দণ্ডের বিধানও অন্তর্ভুক্ত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৫, ০৭:১১ পিএম

২০২৬ সালের সরকারি ছুটি ও গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন, মৃত্যু দণ্ডের বিধানও অন্তর্ভুক্ত

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস সচিব জানান, ২০২৬ সালের সরকারি ছুটির সংখ্যা মোট ২৮টি, যার মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার। তাই মূল ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে ১৯ দিন।

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে, সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে অনুমোদন শেষে সাংবাদিকদের সঙ্গে ফলাফল শেয়ার করেন প্রেস সচিব শফিকুল আলম।

এছাড়া বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশও অনুমোদন করা হয়েছে। অধ্যাদেশে গুমকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং ‘চলমান অপরাধ’ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। শফিকুল আলম জানান, দীর্ঘদিন ধরে আলোচনার পর এ অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদিত হয়েছে।

এ অধ্যাদেশের মাধ্যমে গুম প্রতিরোধ ও ক্ষতিপূরণের জন্য শক্তিশালী আইনগত কাঠামো গড়ে তোলা হয়েছে।