ঢাকা, শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ | ২২ কার্তিক ১৪৩২
Logo
logo

ট্রাম্পের শর্তে নিউইয়র্ক মেয়র মামদানিকে সফল হতে হলে ওয়াশিংটনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৫, ০৮:১১ পিএম

ট্রাম্পের শর্তে নিউইয়র্ক মেয়র মামদানিকে সফল হতে হলে ওয়াশিংটনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে

যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে সহায়তা করতে প্রস্তুত। তবে সতর্ক করেছেন, সফল হতে হলে মামদানিকে ওয়াশিংটনের প্রতি সম্মানজনক আচরণ করতে হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে জোহরান মামদানি প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হন। ইতিহাস গড়ার পর, মামদানি যখন দায়িত্ব গ্রহণ কার্যক্রম পরিচালনার জন্য দলের সদস্যদের নাম ঘোষণা করেন, তখনই ট্রাম্প এই মন্তব্য করেন।

মামদানি তাঁর বিজয়ী ভাষণে ট্রাম্পের বিরোধিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জবাবে ট্রাম্প বলেন, ‘ওটা বিপজ্জনক মন্তব্য।’ ফক্স নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “ওয়াশিংটনের প্রতি তাঁকে কিছুটা শ্রদ্ধাশীল হতে হবে। তা না হলে সফল হওয়ার কোনো সুযোগ থাকবে না।” এখানে ‘ওয়াশিংটন’ বলতে ট্রাম্প মূলত ফেডারেল সরকার ও তাঁর প্রশাসনকেই বোঝান।

তিনি আরও বলেন, “আমি চাই সে সফল হোক। আমি চাই শহরটা সফল হোক।” তবে দ্রুত স্পষ্ট করেন, তিনি আসলে নিউইয়র্ক শহরকে সফল দেখতে চান, মামদানিকে নয়।

এর আগে, বুধবার এক ভাষণে ট্রাম্প জানান, তাঁর প্রশাসন নতুন মেয়রকে সাহায্য করবে। তবে একই বক্তৃতায় তিনি মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দেন।

ফ্লোরিডার মায়ামিতে আমেরিকান বিজনেস ফোরামের ভাষণে ট্রাম্প বলেন, “কমিউনিস্ট, মার্কসবাদী আর গ্লোবালিস্টরা সুযোগ পায়। তারা শুধু বিপর্যয় এনেছে। এবার দেখা যাক, নিউইয়র্কে এক কমিউনিস্ট কেমন করে। আমরা দেখব কী হয়।” তিনি আরও বলেন, “আমরা তাঁকে সাহায্য করব, কিছুটা হলেও। আমরা চাই নিউইয়র্ক সফল হোক।”

নিউইয়র্কের মেয়র নির্বাচনের আগে থেকেই ট্রাম্প মামদানির বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন। তিনি মামদানিকে ‘উন্মাদ কমিউনিস্ট’ বলেছিলেন এবং হুমকি দিয়েছিলেন, যদি মামদানি জেতে, তবে শহরের ফেডারেল অর্থায়ন বন্ধ করে দেবেন।

মামদানি নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে বলেন, তিনি কমিউনিস্ট নন, বরং একজন গণতান্ত্রিক সমাজতন্ত্রী। নির্বাচনী ইশতেহারে ছিল সর্বজনীন শিশু যত্ন, ফ্রি বাস সার্ভিস এবং সরকারি মুদি দোকান চালুর প্রতিশ্রুতি। প্রায় ৮৫ লাখ মানুষের শহর নিউইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। তার এই জয় সারা দেশে প্রতিধ্বনি তুলেছে।

ডেমোক্র্যাট পার্টির মধ্যপন্থী ও প্রগতিশীল অংশের মধ্যে দ্বন্দ্বের মাঝে এই জয়কে অনেকে জাতীয় রাজনীতির দিক থেকে গুরুত্বপূর্ণ মনে করছেন। বিজয়ী ভাষণে মামদানি তাঁর জয়কে ট্রাম্পকে হারানোর এক উদাহরণ হিসেবে উপস্থাপন করেন। টেলিভিশন প্রিয় প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন, “ভলিউমটা বাড়িয়ে দিন।”

বক্তৃতায় মামদানি জানান, তিনি ট্রাম্পের বিরোধিতা অব্যাহত রাখবেন, তবে আলোচনার সুযোগও রাখবেন। তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে আমি মুখ বন্ধ রাখব না। তাঁর কর্মকাণ্ড যেমন, আমি তেমনই বলব। তবে সংলাপের দরজাটাও খোলা রাখব।”