এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৫, ০২:১১ পিএম

বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সেই কিংবদন্তি অধিনায়ক কাফু আসছেন ঢাকায়! একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। ‘লাতিন-বাংলা সুপার কাপ’ নামের এই টুর্নামেন্টের আয়োজন করছে এএফবি বক্সিং প্রোমশন ইন্টারন্যাশনাল লিমিটেড।
আগামী ৫, ৭ ও ১১ ডিসেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নেবে ব্রাজিল, আর্জেন্টিনা এবং বাংলাদেশ
তবে কোনো দেশই তাদের মূল জাতীয় দল নিয়ে খেলবে না। আয়োজকদের দাবি, ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে আসবেন সেই দেশগুলোর বিভিন্ন ক্লাবের পেশাদার ফুটবলাররা। বিভিন্ন বয়সী খেলোয়াড়দের নিয়ে গঠিত হবে দল, যেখানে সাবেক ফুটবলাররাও থাকতে পারেন। ব্রাজিলের ক্লাবের খেলোয়াড়রা ‘ব্রাজিল’ নামে এবং আর্জেন্টিনার ক্লাবের খেলোয়াড়রা ‘আর্জেন্টিনা’ নামে মাঠে নামবে। বাংলাদেশের একটি দল গঠনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সহযোগিতা নেওয়া হয়েছে। এছাড়া, এই টুর্নামেন্ট আয়োজনের জন্য দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের অনুমতিও নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক পক্ষ।
১১ ডিসেম্বর ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচ উপলক্ষেই বাংলাদেশে আসছেন ব্রাজিলের সাবেক এই সুপারস্টার। তিনি ঢাকায় দুই দিন অবস্থান করবেন। ২০০২ সালের সেই ঐতিহাসিক বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন কাফু। গত বছর বাংলাদেশে এসেছিলেন তাঁরই সতীর্থ আরেক কিংবদন্তি রোনালদিনহো।
আয়োজকরা আরও দাবি করেছেন, আর্জেন্টিনার আরেক সাবেক তারকা আরিয়েল ওর্তেগাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁর আসার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তবে প্রাথমিক আলোচনা হয়েছে। অন্যদিকে, কাফুর আসা নিয়ে চিঠিপত্রের মাধ্যমে নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন এএফবি বক্সিং প্রোমশন ইন্টারন্যাশনাল লিমিটেডের মুখপাত্র আতিকুল ইসলাম শাকিল ও মাশরাফি বিন ইউনূস।
এএফবি বক্সিং প্রোমশন ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে বক্সিং থাকলেও তারা বিভিন্ন খেলা আয়োজন করে থাকে। মাশরাফি বিন ইউনূস জানিয়েছেন, "আমরা এর আগে বক্সিং টুর্নামেন্ট এবং ক্রিকেট ম্যাচের আয়োজন করেছি। এবার আমাদের মালিকরা ফুটবল নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাই ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখতেই আমরা এই টুর্নামেন্টের আয়োজন করছি।"