ঢাকা, শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ | ২৩ কার্তিক ১৪৩২
Logo
logo

বাবর আজমকে আউট করায় দক্ষিণ আফ্রিকার পেসারের প্রেমজীবনে হামলা চালাল ভক্তরা!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ নভেম্বর, ২০২৫, ০২:১১ পিএম

বাবর আজমকে আউট করায় দক্ষিণ আফ্রিকার পেসারের প্রেমজীবনে হামলা চালাল ভক্তরা!

দক্ষিণ আফ্রিকার পেসার নান্দ্রে বার্গার পাকিস্তানি ব্যাটার বাবর আজমকে আউট করতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। ম্যাচ শেষে বাবর আজমের কিছু সমর্থক নেমে পড়েছেন ঘৃণ্য কাজে—পেসারের ব্যক্তিগত জীবনে অনধিকার হস্তক্ষেপ করেছেন তারা!

দক্ষিণ আফ্রিকা বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে। দুই দলের টেস্ট সিরিজ ১-১ ড্র হলেও টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। যদিও প্রোটিয়ারা পূর্ণ শক্তির দল নিয়ে খেলছে না, তবুও তারা পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে দারুণ প্রতিরোধ গড়ে তুলছে।

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে রোমাঞ্চকর লড়াই শেষে পাকিস্তান ২ উইকেটে জেতে। তবে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে।

বাবর আজম আবারও ব্যর্থ

দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। ইনিংসের শুরুতেই নান্দ্রে বার্গারের বলে ফেরেন ফখর জামান। এরপর ক্রিজে নামেন অধিনায়ক বাবর আজম। কিন্তু আবারও ব্যর্থ হন তিনি—মাত্র ১৩ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন, কোনো বাউন্ডারি ছাড়াই।

বার্গার ইনিংসের পাওয়ারপ্লেতেই পাকিস্তানের শীর্ষ তিন ব্যাটারকে ফেরান। ফখর জামান ও বাবরের পর ফেরান মোহাম্মদ রিজওয়ানকেও। এই তিন উইকেটে পাকিস্তান পড়ে যায় চাপে।

তবুও শেষ পর্যন্ত সাইম আয়ুব (৫৪), সালমান আগা (৬৯) ও মোহাম্মদ নওয়াজের (৫১) অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ২৬৯ রানে পৌঁছায় পাকিস্তান।

ইনস্টাগ্রামে বার্গারের প্রেমিকাকে লক্ষ্য করে অশোভন মন্তব্য

দারুণ পারফরম্যান্সের পর নান্দ্রে বার্গার নিজের ইনস্টাগ্রামে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়ে পোস্ট করেন। কিন্তু বাবর আজমের কিছু ভক্ত সেখানে গিয়ে অশোভন মন্তব্য করতে শুরু করেন।
অনেকে পোস্টের নিচে লিখেছেন, “বাবর আজম তোমার বাবা!” — যা সামাজিক মাধ্যমে ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে।

ডি ককের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার দারুণ জয়

প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি কক আন্তর্জাতিক অবসর থেকে ফিরে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান। মাত্র ১১৯ বলে ১২৩ রান করে অপরাজিত থেকে দলকে এনে দেন সহজ জয়।
তার সঙ্গে টনি ডি জোরজি ৭৬ ও ম্যাথিউ ব্রিটজকে ১৭ রান যোগ করেন। ২৭০ রানের লক্ষ্য তাড়া করে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জিতে নেয় ম্যাচটি, ফলে সিরিজ এখন ১-১ সমতায়।