ঢাকা, শনিবার, নভেম্বর ৮, ২০২৫ | ২৩ কার্তিক ১৪৩২
Logo
logo

জাহানারার বিস্ফোরক অভিযোগে সরব তামিম ইকবাল, ফেসবুক স্ট্যাটাসে বললেন যা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ নভেম্বর, ২০২৫, ১১:১১ পিএম

জাহানারার বিস্ফোরক অভিযোগে সরব তামিম ইকবাল, ফেসবুক স্ট্যাটাসে বললেন যা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম সম্প্রতি জাতীয় দলে নিজের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনার অভিযোগ তুলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পুরুষ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

দিন কয়েক আগে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা শুধু দলীয় পরিবেশ নয়, বরং যৌন হেনস্তা, হয়রানি ও অন্যায় আচরণের মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন। তার অভিযোগের তালিকায় রয়েছেন সাবেক নির্বাচক, ইনচার্জ, ম্যানেজার ও কয়েকজন ক্রিকেটারও।

জাহানারার এই বিস্ফোরক বক্তব্যে সরগরম দেশের ক্রিকেট অঙ্গন। এমন সময় শুক্রবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তামিম, যেখানে তিনি লেখেন —
“জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সেগুলো সবই অত্যন্ত গুরুতর। যদি এগুলো সত্যি হয়, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তামিম আরও বলেন, “আমি শুধু একজন ক্রিকেটার বা সাবেক অধিনায়ক হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও মনে করি—
যে কোনো নারী, যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো স্তরের খেলোয়াড়ের প্রতি এমন আচরণ একদমই অগ্রহণযোগ্য।”

তিনি বিসিবির গঠিত তদন্ত কমিটি নিয়েও মন্তব্য করেন। তামিমের মতে, “বিসিবি যে কমিটি করেছে সেটা ভালো উদ্যোগ, তবে আমি মনে করি জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত—যেখানে বিসিবির কেউ থাকবে না, যাতে পক্ষপাতের কোনো সুযোগ না থাকে। এই তদন্ত দ্রুত শুরু করা এবং গুরুত্ব দিয়ে দেখা খুব জরুরি।”

তিনি আরও বলেন, “তদন্তের ফল যাই হোক না কেন, দোষী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। এতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস পাবে না।”

তামিম জানান, “জাহানারা কয়েকদিন আগে জাতীয় দলের পরিবেশ নিয়েও কথা বলেছিলেন, যা বিসিবি পরে উড়িয়ে দেয়। আমি মনে করি, কোনো ক্রিকেটার যখন এমন অভিযোগ তোলে, সেটি যাচাই করা উচিত। যাচাই না করেই উড়িয়ে দেওয়া কখনোই কাম্য নয়।”

এছাড়া তিনি নারী ক্রিকেটারদের উদ্দেশে বার্তা দেন, “যেসব নারী ক্রিকেটার অতীতে বা বর্তমানে কোনোভাবে হেনস্তার শিকার হয়েছেন, তাদের আমি আহ্বান জানাই—সাহস করে মুখ খুলুন, এগিয়ে আসুন। আপনারা একা নন, আমরা পাশে আছি। দেশের ক্রিকেট ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটি এখন খুবই প্রয়োজন।”

স্ট্যাটাসের শেষে তামিম সতর্ক করে বলেন,
“যদি জাহানারার অভিযোগের সুষ্ঠু তদন্ত না হয়, যদি ন্যায়বিচার না পাওয়া যায়, তাহলে ভবিষ্যতে অনেক মেয়ে ক্রিকেট বা খেলাধুলাকে পেশা হিসেবে নিতে ভয় পাবে। আমরা সেটা হতে দিতে পারি না।”