ঢাকা, শনিবার, নভেম্বর ৮, ২০২৫ | ২৩ কার্তিক ১৪৩২
Logo
logo

ভাগ্যটাই খারাপ! বৃষ্টি এসে ওলটপালট, হংকং সিক্সেসে ২ রানে হেরে গেল পাকিস্তান! কী ঘটল রুদ্ধশ্বাস ম্যাচে?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ নভেম্বর, ২০২৫, ১১:১১ পিএম

ভাগ্যটাই খারাপ! বৃষ্টি এসে ওলটপালট, হংকং সিক্সেসে ২ রানে হেরে গেল পাকিস্তান! কী ঘটল রুদ্ধশ্বাস ম্যাচে?

পাকিস্তানের ভাগ্যটা যেন একটুও সহায় ছিল না। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ বৃষ্টি এসে যেন সব ওলটপালট করে দিল। ৮৭ রানের লক্ষ্য। পাকিস্তান ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রান তুলে ফেলেছিল। আর ঠিক তখনই কপাল পুড়ল! বৃষ্টির বাগড়ায় ম্যাচ আর হলো না। শেষ পর্যন্ত হংকং সিক্সেসে ডাক ওয়ার্থ লুইস (ডিএল) পদ্ধতিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ২ রানের জয় তুলে নেয়।

উথাপ্পা-ছিপলি-কার্তিকে ভারতের লড়াই করার মতো রান
মং ককের মিশন রোড গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে ভারত ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৬ রান তোলে। ওপেনার রবিন উথাপ্পা মাত্র ১১ বলে ঝোড়ো ২৮ রান করেন, আরেক ওপেনার ভারত ছিপলি করেন ১৩ বলে ২৪ রান। শেষ দিকে অভিজ্ঞ দিনেশ কার্তিকের ৬ বলে ১৭ রানের ক্যামিও ইনিংসে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৮৬।

দারুণ শুরু করেও বৃষ্টিতে স্বপ্নভঙ্গ পাকিস্তানের!
রান তাড়া করতে নেমে ভালোভাবেই এগোচ্ছিল পাকিস্তান। তবে ৩ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টি নামে। সে সময় পাকিস্তানের রান ছিল ৩ ওভারে ৪১ রান। পাকিস্তানের ওপেনার খাজা নাফে ৯ বলে ১৭ রানে এবং ওয়ানডাউনে নামা আবদুল সামাদ ৬ বলে ১৬ রানে অপরাজিত ছিলেন।

এরপর আর খেলা মাঠে না গড়ালে ডিএল  পদ্ধতি অনুযায়ী, জয়ের জন্য প্রয়োজনীয় টার্গেটে ২ রানে পিছিয়ে থাকায় ভারত জয় পায়।

বর্তমানে দুই ম্যাচে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে পাকিস্তান। তবে এক ম্যাচে এক জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।