ঢাকা, শনিবার, নভেম্বর ৮, ২০২৫ | ২৪ কার্তিক ১৪৩২
Logo
logo

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভারতের সরাসরি বার্তা: উত্তেজনা চাই না, ইউনূসকে বলুন সতর্ক হোন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ নভেম্বর, ২০২৫, ০৪:১১ পিএম

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভারতের সরাসরি বার্তা: উত্তেজনা চাই না, ইউনূসকে বলুন সতর্ক হোন

বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো রকম টানাপোড়েন ভারত চায় না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সরাসরি ‘কথা বলার সময় আরও মনোযোগী হওয়ার’ আহ্বান জানিয়েছেন।

ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। শুক্রবার এই গ্রুপের সংবাদমাধ্যম ফার্স্টপোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ভারতের এই শীর্ষ মন্ত্রী জোর দিয়ে বলেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে ‘কোনো উত্তেজনাপূর্ণ সম্পর্ক’ চায় না। তাই অধ্যাপক ইউনূসের উচিত তিনি কী বলছেন, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা। রাজনাথ সিং এর পরামর্শ, "অধ্যাপক ইউনূসের উচিত তিনি কী বলছেন, সে বিষয়ে সতর্ক থাকা।"

ভারতের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পুরোপুরি সক্ষম, তবুও আমাদের আসল লক্ষ্য হলো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।’

ফার্স্টপোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অন্যদিকে, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন।