ঢাকা, শনিবার, নভেম্বর ৮, ২০২৫ | ২৪ কার্তিক ১৪৩২
Logo
logo

জাহানারা আলমের যৌন হয়রানি অভিযোগের পর মঞ্জুরুল ইসলামের প্রথম প্রতিক্রিয়া: 'তদন্ত শেষ পর্যন্ত অপেক্ষা করুন'


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

জাহানারা আলমের যৌন হয়রানি অভিযোগের পর মঞ্জুরুল ইসলামের প্রথম প্রতিক্রিয়া: 'তদন্ত শেষ পর্যন্ত অপেক্ষা করুন'

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক তারকা জাহানারা আলমের যৌন হয়রানির গুরুতর অভিযোগের পর অবশেষে মুখ খুলেছেন অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি এই বিষয়ে তার বক্তব্য তুলে ধরেছেন।

গত বৃহস্পতিবার  একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা আলম মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে বেশ কয়েকটি ভয়াবহ অভিযোগ তুলে ধরেন। ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া সেই সাক্ষাৎকারে জাহানারা বলেছিলেন, 'উনি মঞ্জুরুল ইসলাম একদিন আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল, তোমার পিরিয়ড কতদিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।'

মঞ্জুরুলকে নিয়ে আরেকটি অভিযোগে জাহানারা বলেন, 'বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে আমাদের জড়িয়ে ধরতেন।'

জাহানারা জানান, এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। তিনি বলেন, 'দেড় বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি। আমাদের যিনি হেড (তৎকালীন বিসিবির নারী উইংয়ের প্রধান) নাদেল স্যার, তাঁকে বারবার বলেছি। এক-দুই দিন ঠিক হতো, পরে আবার একই অবস্থা।'

কিন্তু এবার এই অভিযোগের জবাব দিতে মাঠে নেমেছেন মঞ্জুরুল ইসলাম। নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, 'বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আমার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। এরপর থেকে দেশ-বিদেশের সাংবাদিক ভাই-বোনেরা থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী সবাই আমার বক্তব্য জানার চেষ্টা করছেন; যোগাযোগ করছেন। এ বিষয়ে আমার নীরবতা নিয়েও প্রশ্ন উঠছে।'

জাহানারা আলমের অভিযোগের পর বিসিবি একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। এই কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্ত কমিটি গঠন হয়, সেগুলোর সঙ্গেও তিনি সহযোগিতা করবেন।

মঞ্জুরুল তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'অভিযোগের পর বিসিবি জানিয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ১৫ কার্যদিবসের মধ্যে সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিবে। নিঃসন্দেহে ভালো উদ্যোগ। বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্ত কমিটি গঠন হয়, আমি সেগুলো ফেস করবো এবং আমার বক্তব্য তুলে ধরবো। এর আগে আমি এ বিষয়ে কথা বলা থেকে বিরত থাকছি।'

মঞ্জুরুল ইসলামের আশা, তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর প্রকৃত সত্য সবার সামনে আসবে। তিনি এ-ও জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর সবার সঙ্গে কথা বলবেন।

তিনি সবাইকে অনুরোধ করেছেন, 'তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর প্রকৃত সত্য সবার সামনে আসবে আশা করছি। সেই সময় পর্যন্ত অনুমানভিত্তিক কোনো তথ্য প্রকাশ না করার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করছি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর আমি সবার সঙ্গে কথা বলবো।'