ঢাকা, শনিবার, নভেম্বর ৮, ২০২৫ | ২৪ কার্তিক ১৪৩২
Logo
logo

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ ভেন্যু ঘোষণা! কোন শহরে হবে ভারত-পাকিস্তান ম্যাচ? জেনে নিন খুঁটিনাটি!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ ভেন্যু ঘোষণা! কোন শহরে হবে ভারত-পাকিস্তান ম্যাচ? জেনে নিন খুঁটিনাটি!

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কায়। এই মেগা টুর্নামেন্টের জন্য মোট ৮টি ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। ভারতে খেলা হবে ৫টি ভেন্যুতে, আর শ্রীলঙ্কায় হবে ৩টি ভেন্যুতে।

কোথায় কোথায় খেলা হবে?
ভারতের ভেন্যুগুলো হলো:

আহমেদাবাদ

দিল্লি

কলকাতা

চেন্নাই

মুম্বাই

শ্রীলঙ্কার তিনটি ভেন্যুর মধ্যে দুটি শহরের নাম জানা গেছে: কলম্বো ও পাল্লেকেলে। অন্য ভেন্যুটির নাম এখনও চূড়ান্তভাবে জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এমন খবরই জানাচ্ছে।

ফাইনাল কোথায়? পাকিস্তানের ম্যাচ কোথায়?
আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ ভারতের আহমেদাবাদে। তবে একটি বড় শর্ত আছে—যদি পাকিস্তান ফাইনালে ওঠে, তাহলে ম্যাচটি হবে শ্রীলঙ্কায়। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আগামী সপ্তাহেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পারে আইসিসি।

পূর্বের সমঝোতা অনুযায়ী, পাকিস্তান ভারতে যাবে না। তারা তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। এই চুক্তি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর মধ্যে, যাতে দুই দেশ একে অপরের আয়োজিত বহুজাতিক টুর্নামেন্ট নিরপেক্ষ ভেন্যুতে খেলতে পারে।

কেমন হবে বিশ্বকাপের ফরম্যাট? কোন কোন দল খেলবে?
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট হবে ২০২৪ সালের সংস্করণের মতোই।

মোট ২০টি দলকে ভাগ করা হবে চারটি গ্রুপে।

প্রতিটি দল একবার করে অন্য দলের সাথে খেলবে।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে।

সেখানে দুটি গ্রুপে বিভক্ত হবে চারটি করে দল।

সুপার এইটের দুটি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনাল।

যেসব দল ইতোমধ্যে যোগ্যতা অর্জন করেছে:

আয়োজক হিসেবে: ভারত ও শ্রীলঙ্কা।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ ৭ দল: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে: নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

কোয়ালিফায়ার থেকে:

আমেরিকা: কানাডা।

ইউরোপ: নেদারল্যান্ডস ও ইতালি (ইতালি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে)।

আফ্রিকা: জিম্বাবুয়ে ও নামিবিয়া।

এশিয়া: নেপাল, ওমান ও আরব আমিরাত।