ঢাকা, রবিবার, নভেম্বর ৯, ২০২৫ | ২৫ কার্তিক ১৪৩২
Logo
logo

ফ্লোরিডার ইয়বর সিটিতে বেপরোয়া গাড়ি রেসিংয়ে নিহত ৪, আহত অন্তত ১১ জন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৫, ০৪:১১ পিএম

ফ্লোরিডার ইয়বর সিটিতে বেপরোয়া গাড়ি রেসিংয়ে নিহত ৪, আহত অন্তত ১১ জন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪ জনের, আহত হয়েছেন আরও ১১ জন। শনিবার  দুপুরে ইয়বর সিটির ব্যস্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

টাম্পা পুলিশ ডিপার্টমেন্ট জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সিলাস সাম্পসন, বয়স ২২ বছর। তাঁকে এই মর্মান্তিক দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে।

রেসিংয়ের সময়ই ঘটে বিপর্যয়

পুলিশ চিফ লি বারকাউ জানান, শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে হানা অ্যাভিনিউ ও নেব্রাস্কা অ্যাভিনিউ এলাকায় দুটি গাড়িকে বেপরোয়া গতিতে রেসিং করতে দেখা যায়। পুলিশ ইউনিট সঙ্গে সঙ্গে গাড়িগুলোর গতিবিধি ট্র্যাক করে।

কিন্তু তার আগেই ঘটে যায় দুর্ঘটনা। এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ ধাক্কা দেয়, ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

মেয়রের শোকবার্তা

দুর্ঘটনার পর টাম্পা শহরের মেয়র জেন কাস্টর এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন,

“ইয়বর সিটিতে যা ঘটেছে, তা ভয়াবহ। পরিবারগুলো শোকগ্রস্ত, প্রথম প্রতিক্রিয়াকারীরা কষ্টে আছেন, আর আমাদের পুরো শহর এই ক্ষতির ভার অনুভব করছে। আমাদের প্রধান দায়িত্ব হলো সমাজকে নিরাপদ রাখা।”

অভিযুক্তের বিরুদ্ধে হত্যার অভিযোগ

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সিলাস সাম্পসনের কর্মকাণ্ড কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে করা হয়নি। তবে তাঁর বিরুদ্ধে হত্যা, গুরুতর শারীরিক আঘাত এবং দুর্ঘটনার পর পালানোর অভিযোগে মামলা করা হবে।

আহতদের অবস্থা

ঘটনাস্থলে উপস্থিত জরুরি উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত হাসপাতালে পাঠান। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। দুর্ঘটনার তদন্তে ইতিমধ্যে টাম্পা পুলিশের বিশেষ ইউনিট কাজ শুরু করেছে।