এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৫, ০৪:১১ পিএম

লেবাননে একই দিনে পৃথক দুটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। শনিবার ইসরায়েলি বাহিনীর চালানো এই হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
ইরানের প্রেস টিভি লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ-এর বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুইজন হলেন শেবা শহরের একই পরিবারের দুই ভাই। দক্ষিণ-পূর্বাঞ্চলের হারমোন পর্বতের ঢালে একটি সড়ক দিয়ে তারা গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এমন সময় ইসরায়েলি হামলা হয়।
হামলায় তাদের এসইউভি গাড়িটিতে আগুন ধরে যায় এবং তারা দুজনই ঘটনাস্থলে নিহত হন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বারাশিত গ্রামে একটি গাড়ির ওপর চালানো আরেকটি বিমান হামলায় আরও একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী তাদের হামলার পক্ষে যুক্তি দেখিয়ে দাবি করেছে, এই হামলাগুলো লেবাননের হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে চালানো হয়েছে। তাদের বক্তব্য, নিহত ব্যক্তিরা ২০২৪ সালে তেল আবিব ও হিজবুল্লাহর মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির জন্য ‘হুমকি’ তৈরি করছিলেন।
এই চুক্তি স্বাক্ষরের পর থেকেই ইসরায়েল বিভিন্ন অজুহাত দেখিয়ে লেবাননে নতুন নতুন হামলা চালিয়ে যাচ্ছে।
এর আগে, লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছিল, দক্ষিণ লেবাননের বিনত জবেইল শহরে একটি যানবাহনের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় সাতজন আহত হয়েছেন।