এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৫, ০৪:১১ পিএম

ইরানের রাজধানী তেহরান এখন ভয়াবহ পানি সংকটের মুখে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অচিরেই যদি বৃষ্টি না হয়, তাহলে তেহরানবাসীকে কঠোর পানির ঘাটতির মুখোমুখি হতে হবে। এমনকি প্রয়োজনে পুরো শহরটি খালি করার সিদ্ধান্তও নিতে হতে পারে!
বৃহস্পতিবার পশ্চিম ইরানের সানানদাজ প্রদেশ সফরকালে তিনি দেশটির বাড়তে থাকা সংকটগুলোর ওপর আলোকপাত করেন। ইরান সরকার ইতিমধ্যেই মূল্যস্ফীতি এবং ক্রমাগত খরার মতো বড় সমস্যার সঙ্গে লড়াই করছে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, বৃষ্টিহীন আবহাওয়া এবং দ্রুত কমতে থাকা পানির মজুদ তেহরানকে এক ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, 'যদি শিগগিরই বৃষ্টি না আসে, তাহলে আগামী মাস থেকেই আমাদের পানির সরবরাহ সীমিত করতে বাধ্য হতে হবে। এই খরা যদি এভাবেই চলতে থাকে, তাহলে পুরো শহরটিকে খালি করতেও হতে পারে।'
তেহরানের পানি সরবরাহ ব্যবস্থা মূলত পাঁচটি প্রধান বাঁধের ওপর নির্ভরশীল – লার, মামলু, আমীর কবীর, তালেকান এবং লাতিয়ান। কিন্তু গত পাঁচ বছরে এ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ মারাত্মকভাবে কমে গেছে। চলতি বছরের বর্ষা মৌসুমে গড় বৃষ্টিপাতের তুলনায় প্রায় ৪০% কম বৃষ্টি হয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, পানির জলাধারগুলোর স্তর গত একশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এরই ফলশ্রুতিতে গরমের মৌসুমে ইতিমধ্যেই মাঝে মাঝে পানি সরবরাহ বন্ধ করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, যদি এখনই জরুরি ভিত্তিতে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে খুব শীঘ্রই শহরের বাসিন্দাদের জন্য পর্যাপ্ত পানি সরবরাহ করা বন্ধ হয়ে যেতে পারে।