ঢাকা, সোমবার, নভেম্বর ১০, ২০২৫ | ২৫ কার্তিক ১৪৩২
Logo
logo

জাহানারার বিস্ফোরক অভিযোগে তোলপাড় ক্রিকেট মহল, তদন্তে নেমেছে বিসিবি!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

জাহানারার বিস্ফোরক অভিযোগে তোলপাড় ক্রিকেট মহল, তদন্তে নেমেছে বিসিবি!

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের পর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশেষে পদক্ষেপ নিয়েছে। দু’দিন আগেই বিসিবি জানিয়েছিল, অভিযোগটি তারা গুরুত্বের সঙ্গে দেখছে এবং দ্রুতই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কথা রাখলো বোর্ড—শনিবার রাতেই তিন সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারী দলের কিছু সদস্যকে ঘিরে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে। অন্য দুই সদস্য হলেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কমিটি নারী দলের সঙ্গে সম্পর্কিত সাম্প্রতিক অভিযোগগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করবে এবং ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ দাখিল করবে। বোর্ডের প্রত্যাশা, এই তদন্তের মাধ্যমে “স্বচ্ছ ও ন্যায়সংগত সমাধান” পাওয়া যাবে।

উল্লেখ্য, সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে সাবেক অধিনায়ক জাহানারা আলম জাতীয় (পুরুষ) দলের সাবেক পেসার এবং নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। তার পরই বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে তীব্র আলোচনা শুরু হয়।

এদিকে, জাহানারার অভিযোগের পর আরেক সাবেক অধিনায়ক রুমানা আহমেদও নারী দলে অস্বস্তিকর পরিবেশের কথা তুলে ধরেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সবকিছু বিবেচনায় নিয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন করে বিসিবি, যাতে অভিযোগের স্বচ্ছ তদন্ত ও যথাযথ পদক্ষেপ নেওয়া যায়।

বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।