ঢাকা, সোমবার, নভেম্বর ১০, ২০২৫ | ২৫ কার্তিক ১৪৩২
Logo
logo

ইতিহাস গড়ল তিমুর-লেস্তে! একই ম্যাচে ৫০ বছরের বাবা ও ১৭ বছরের ছেলের অভিষেক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

ইতিহাস গড়ল তিমুর-লেস্তে! একই ম্যাচে ৫০ বছরের বাবা ও ১৭ বছরের ছেলের অভিষেক

ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে এই প্রথম! একটি আন্তর্জাতিক ম্যাচে একই দলের হয়ে একসাথে খেললেন বাবা ও ছেলে। ইন্দোনেশিয়ার বালিতে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়ে এই অনন্য রেকর্ড গড়েছে তিমুর-লেস্তে।

বিশ্বের ১১১তম দেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা তিমুর-লেস্তের প্রথম ম্যাচেই জন্ম দিলো এই অভাবনীয় ইতিহাস। গত ৬ নভেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হয় তারা। সেদিন তিমুর-লেস্তের জার্সি গায়ে একই সাথে মাঠে নেমেছিলেন ৫০ বছর বয়সী সুহাইল সাত্তার এবং তাঁর ১৭ বছর বয়সী ছেলে ইয়াহিয়া সুহাইল।

ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ১৫ বলে দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন বাবা সুহাইল সাত্তার। অন্যদিকে, পাঁচ নম্বরে ব্যাটিংয়ে আসা তাঁর ছেলে ইয়াহিয়া সুহাইল ৬ বলে মাত্র ১ রান করে রান আউট হন। সব মিলিয়ে তিমুর-লেস্তের ইনিংসটি মাত্র ৬১ রানে গুটিয়ে যায়। পরে কোনো উইকেট না হারিয়ে মাত্র ৪ ওভারেই লক্ষ্য ছুঁয়ে轻松的 জয় পায় ইন্দোনেশিয়া।

মজার বিষয় হলো, মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে মা-মেয়েকে একসাথে খেলার নজির আগেও রয়েছে। চলতি বছরই সুইজারল্যান্ডের হয়ে ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ৪৫ বছর বয়সী মেটি ফার্নান্দেজ ও তাঁর ১৭ বছর বয়সী কন্যা নাইনা মেটি সাজু। কিন্তু পুরুষ ক্রিকেটে বাবা-ছেলের এমন ঘটনা এই প্রথম।