ঢাকা, সোমবার, নভেম্বর ১০, ২০২৫ | ২৫ কার্তিক ১৪৩২
Logo
logo

সৌরভের প্রতি মমতার সরাসরি বার্তা—“আইসিসি প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল ওরই!” রাজনৈতিক মহলে তোলপাড়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

সৌরভের প্রতি মমতার সরাসরি বার্তা—“আইসিসি প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল ওরই!” রাজনৈতিক মহলে তোলপাড়

ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির নাম ফের তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “সৌরভের আইসিসি প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল।” শনিবার বিকেলে বিশ্বকাপজয়ী ভারতীয় নারী দলের সদস্য রিচা ঘোষকে অভিনন্দন জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেন।

রিচাকে অভিনন্দন জানাতে গিয়ে মমতা বলেন, “প্রতিভা ও পরিশ্রম যদি যথাযথ সম্মান পায়, তবে বাংলার মেয়েরা আরও অনেক সাফল্য আনবে।” তবে বক্তব্যের মাঝেই হঠাৎই উঠে আসে আইসিসি প্রেসিডেন্ট পদ নিয়ে তাঁর মন্তব্য, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

মমতা বলেন, “আমি একটা কথা বলব—রিচাকে আমরা সমর্থন করব, কিন্তু ওর ওপর কোনও অযথা চাপ দেওয়া যাবে না। ওকে নিজের মতো করে বেড়ে উঠতে দিতে হবে। আমাদের যেমন অনেক সমর্থন থাকে, তেমনি অনেক শত্রুও থাকে।”

এরপরই মুখ্যমন্ত্রী সরাসরি সৌরভ গাঙ্গুলির প্রসঙ্গ টেনে বলেন, “আমি হয়তো একটু অপ্রিয় সত্যি বলছি, তবু বলছি—আজ আইসিসি প্রেসিডেন্ট কার হওয়া উচিত ছিল? সৌরভ গাঙ্গুলি। আমার বিশ্বাস, একদিন ও হবেই।”

উল্লেখ্য, বর্তমানে আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। ফলে মমতার এই বক্তব্যকে কেন্দ্র করে ফের সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন।

২০১৯ সালে যখন সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হন, তখন গোটা দেশজুড়ে তাঁকে ঘিরে ছিল প্রবল উন্মাদনা। কিন্তু পরবর্তীতে বোর্ড নেতৃত্বে পরিবর্তন ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছিল একাধিকবার। মমতার এই সাম্প্রতিক মন্তব্য সেই পুরনো বিতর্ককেই ফের সামনে এনে দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সৌরভকে ঘিরে তৃণমূল-বিজেপি সংঘাতের নতুন অধ্যায় শুরু হতে পারে। তবে সৌরভ নিজে এ বিষয়ে কী অবস্থান নেন, তা সময়ই বলে দেবে।