ঢাকা, সোমবার, নভেম্বর ১০, ২০২৫ | ২৫ কার্তিক ১৪৩২
Logo
logo

বাংলাদেশের মারজিয়া আক্তারের ঐতিহাসিক সাফল্য! ইসলামিক সলিডারিটি গেমসে ব্রোঞ্জ পদক জয়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম

বাংলাদেশের মারজিয়া আক্তারের ঐতিহাসিক সাফল্য! ইসলামিক সলিডারিটি গেমসে ব্রোঞ্জ পদক জয়

বাংলাদেশের ভারোত্তোলন খেলায় এলো আরেকটি গৌরবের অধ্যায়! ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ পদক জয় করেছেন মারজিয়া আক্তার ইকরা। সৌদি আরবে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতার ৫৩ কেজি ওজন শ্রেণীতে এই সাফল্য অর্জন করেন তিনি।

শনিবার (৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাতে সৌদি আরবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মারজিয়া স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক – দুই বিভাগ মিলিয়ে মোট ১৬৩ কেজি ওজন তুলে এই ব্রোঞ্জ পদক জিতেছেন। তিনি স্ন্যাচে তুলেছেন ৭২ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে তুলেছেন ৯১ কেজি ওজন।

এই ইভেন্টে বিভিন্ন দেশের মোট আটজন নারী ভারোত্তোলক অংশ নিয়েছিলেন। তুরস্কের কানসেল সর্বোচ্চ ১৮৮ কেজি ওজন তুলে স্বর্ণ পদক জিতেছেন। আর ইন্দোনেশিয়ার বাসলিলা ১৭৪ কেজি তুলে রৌপ্য পদক পেয়েছেন।

মারজিয়া আক্তারের এই সাফল্য বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের, কারণ এটি প্রমাণ করে যে বাংলাদেশের নারীরা আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের দক্ষতা ও শক্তি প্রদর্শন করতে সক্ষম।